TRENDING:

China on Donald Trump: ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প, কী বলল চিন? এবার নতুন হিসেব, চাপে পড়বে আমেরিকাও!

Last Updated:

ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকার যে দেশগুলির সঙ্গে বাণিজ্য চুক্তি হওয়ার কথা ছিল, তার মধ্যে প্রথম সারিতে ছিল ভারত৷ কিন্তু পাঁচ রাউন্ড বৈঠকের পরেও কয়েকটি বিষয়ে মতানৈক্যের জেরে আলোচনা ভেস্তে যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
একদিকে ট্রাম্পের চাপানোর ৫০ শতাংশ শুল্কের জেরে ভারত-আমেরিকার দীর্ঘ দিনের সুসম্পর্কে ফাটল ধরেছে৷ উল্টো দিকে আবার গত কয়েক বছরের শৈত্য কাটিয়ে ধীরে ধীরে সহজ হচ্ছে ভারত এবং চিনের সম্পর্ক৷ এই পরিস্থিতিতে শুল্ক বিতর্কে ভারতের পাশেই দাঁড়াল চিন৷
ট্রাম্পের সিদ্ধান্তে কী বলল চিন?
ট্রাম্পের সিদ্ধান্তে কী বলল চিন?
advertisement

ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপানোর জন্য মার্কিন প্রেসিডেন্টকে একহাত নিয়েছেন ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত জু ফেইহং৷ ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করে তিনি সমাজমাধ্যমে লিখেছেন, ওই অত্যাচারীকে এক ইঞ্চি জায়গা ছাড়লে তিনি এক মাইল জায়গা দখল করে নেবেন৷

এর পাশাপাশি, ব্রাজিলের প্রেসিডেন্টের উপদেষ্টার সঙ্গে ফোনে কথোপকথনের সময় চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র করা একটি মন্তব্যও নিজের পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন চিনা রাষ্ট্রদূত৷, অন্য দেশকে কোণঠাসা করতে শুল্ককে অস্ত্র করা রাষ্ট্রপুঞ্জের সনদ, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-র নিয়মের পরিপন্থী৷ এই পন্থাও জনপ্রিয়ও নয় এবং বাস্তব বর্জিত৷

advertisement

ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকার সঙ্গে যে দেশগুলির বাণিজ্য চুক্তি হওয়ার কথা ছিল, তার মধ্যে প্রথম সারিতে ছিল ভারত৷ কিন্তু পাঁচ রাউন্ড বৈঠকের পরেও কয়েকটি বিষয়ে মতানৈক্যের জেরে আলোচনা ভেস্তে যায়৷ কারণ ভারতের বিরাট ডেয়ারি এবং কৃষি ক্ষেত্রে আমেরিকা প্রবেশ করতে চেয়েছিল৷ যদিও সেই আবদার নাকচ করে দিয়েছে নয়াদিল্লি৷ পাশাপাশি আমেরিকার দাবি মতো রাশিয়ার থেকে তেল কেনাও বন্ধ করতে রাজি হয়নি ভারত৷

advertisement

ট্রাম্প অবশ্য ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, ভারতের মতোই কয়েকদিনের মধ্যেই চিনের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ করতে পারেন তিনি৷ ট্রাম্প বলেন, আমি এখনই আপনাদের কিছু বলতে পারছি না৷ তবে আমরা ভারতের সঙ্গে যেটা করেছি কয়েকদিনের মধ্যে অন্য আরও কয়েকটি দেশের বিরুদ্ধেও আমরা একই সিদ্ধান্ত নিতে পারি৷ তার মধ্যে চিনও থাকতে পারে৷

advertisement

ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, শুক্রবারের মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ না হলে যে দেশগুলি এখনও রাশিয়ার থেকে জ্বালানি কিনছে তাদের উপরে আরও নিষেধাজ্ঞা চাপাবেন৷ ভারত ছাড়াও চিন এবং তুরস্কের মতো দেশ রাশিয়ার থেকে সবথেকে বেশি পরিমাণে তেল কেনে৷ ফলে চিনের বিরুদ্ধে ট্রাম্প ফের খড়্গহস্ত হতেই পারেন৷

এ বছরের শুরুতেই আমেরিকা এবং চিনের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছিল৷ চিনা পণ্যের উপরে ১৪৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প৷ পাল্টা আমেরিকার উপরে ১২৫ শতাংশ শুল্ক চাপায় চিনও৷ বেজিং অবশ্য তার পর জানিয়ে দেয়, আমেরিকা ভবিষ্যতে তাদের উপরে আরও শুল্ক চাপালেও তারা আর পাল্টা শুল্কের হার বাডা়বে না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহরকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন করতে পৌরসভার দারুণ উদ্যোগ, শুরু হয়েছে মহা কর্মযজ্ঞ
আরও দেখুন

এর পরই ট্রাম্প জানিয়েছিলেন, চলতি বছরের শেষ দিকেই বাণিজ্য চুক্তির জন্য চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসতে চান তিনি৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
China on Donald Trump: ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প, কী বলল চিন? এবার নতুন হিসেব, চাপে পড়বে আমেরিকাও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল