চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার ঘোষণা করেছে যে, সে দেশের কেন্দ্রীয় সামরিক কমিশনের (CMC) সিনিয়র ভাইস চেয়ারম্যান ঝাং ইউশিয়া এবং CMC-এর যৌথ স্টাফ বিভাগের চিফ অব স্টাফ জেনারেল লিউ ঝেনলি—দুজনই “শৃঙ্খলা ও আইনের গুরুতর লঙ্ঘনের” সন্দেহে তদন্তাধীন।
আরও পড়ুন: বলুন তো কোন ভিটামিনের অভাবে রাতে ঘুমের মধ্যে মুখ দিয়ে লালা ঝরে? কোন সমস্যার লক্ষণ? এখনই জানুন
advertisement
এখানেই শেষ নয়৷ আর্ন্তজাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, জেনারেল ঝাংয়ের বিরুদ্ধে উঠেছে আরও একাধিক অভিযোগ৷ এক গোপন ব্রিফিং সম্পর্কে অবগত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ঝাংয়ের বিরুদ্ধে অভিযোগ আরও গভীর। এর মধ্যে রয়েছে চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের মূল প্রযুক্তিগত তথ্য যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা এবং সেনাবাহিনীর প্রভাবশালী ক্রয় ও সরবরাহ ব্যবস্থার মধ্যে কর্মকর্তা পদোন্নতির বিনিময়ে বিপুল অঙ্কের অর্থ গ্রহণ।
কমিউনিস্ট পার্টির ঐক্য ক্ষুণ্ন করে এমন রাজনৈতিক গোষ্ঠী গড়ে তোলার মতো অভিযোগও রয়েছে জেনারেল ঝাংয়ের বিরুদ্ধে৷ পাশাপাশি, CMC—যা পার্টির শীর্ষ সামরিক সিদ্ধান্তগ্রহণকারী সংস্থা—এর মধ্যে নিজের ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে। প্রতিবেদনে বলা হয়, অস্ত্র গবেষণা, উন্নয়ন ও ক্রয়সংক্রান্ত একটি বড় সংস্থার ওপর তার তত্ত্বাবধানও তদন্তাধীন, যেখানে তিনি নাকি ঘুষের বিনিময়ে পদোন্নতি অনুমোদন করেছেন।
এই মামলার প্রমাণের একটি অংশ এসেছে গুও জুনের বিরুদ্ধে চলমান তদন্ত থেকে। গুও জুন ছিলেন চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশনের (CNNC) প্রাক্তন প্রধান—যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি চীনের বেসামরিক ও সামরিক পারমাণবিক কর্মসূচি তদারকি করে।বেজিং চলতি সপ্তাহের শুরুতে ঘোষণা করে যে গুও জুন শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্তাধীন, এবং পরে কর্মকর্তারা জানান যে ওই তদন্তটি পারমাণবিক খাতে একটি নিরাপত্তা লঙ্ঘনের সঙ্গে যুক্ত।
ওয়াল স্ট্রিট জার্নাল-কে দেওয়া এক বিবৃতিতে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেন, এই তদন্ত দুর্নীতির বিরুদ্ধে বেজিংয়ের “শূন্য-সহনশীলতা নীতি” (জিরো টলারেন্স) কে তুলে ধরে। দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সবচেয়ে ঘনিষ্ঠ সামরিক মিত্র হিসেবে বিবেচিত ঝাং কমিউনিস্ট পার্টির শাসক পলিটব্যুরোর সদস্য এবং চীনের অল্প কয়েকজন শীর্ষ কর্মকর্তার একজন যাদের সরাসরি যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। তিনি ১৯৭৯ ও ১৯৮৪ সালে ভিয়েতনামের সঙ্গে সীমান্ত সংঘাতে অংশ নিয়েছিলেন এবং সাধারণ অবসর বয়সের পরও CMC-তে তাকে বহাল রাখা হয়েছিল৷ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারাদের মতে, এটি শি জিনপিংয়ের তার ওপর নির্ভরতারই প্রতিফলন।
