TRENDING:

দৈনিক করোনা-পরিসংখ্যান প্রকাশ বন্ধ রবিবার থেকেই, আরও বাড়ছে আতঙ্ক

Last Updated:

চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন গত তিন বছর বা তারও বেশি সময় ধরে দেশের জন্য দৈনিক COVID-19 কেসের পরিসংখ্যান প্রকাশ করলেও, রবিবার থেকে তা বন্ধ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেজিং: এবার করোনাভাইরাস নিয়ে বড় সিদ্ধান্ত নিল চিন৷ চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন গত তিন বছর বা তারও বেশি সময় ধরে দেশের জন্য দৈনিক COVID-19 কেসের পরিসংখ্যান প্রকাশ করলেও, রবিবার থেকে তা বন্ধ। অর্থাৎ চিনের পরিস্থিতি সর্বসমক্ষে না আসার সম্ভাবনা বেশি৷
advertisement

তারা জানিয়েছে, প্রাসঙ্গিক COVID তথ্য রেফারেন্স এবং গবেষণার জন্য চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন দ্বারা প্রকাশ করা হবে৷ মিডিয়া রিপোর্টগুলিতে দাবি করা হচ্ছে, চিনে করোনার আসল পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। চিন বেশ কিছু ক্ষেত্রে সঠিক তথ্য দিচ্ছে না। করোনা তথ্যে স্বচ্ছতার অভাবে আবারও সমালোচনার মুখে পড়েছে চিন।

আরও পড়ুন: তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত, বড়দিনে আবহাওয়ার বড় আপডেট হাওয়া অফিসের

advertisement

তবে করোনভাইরাসটির BF.7 রূপের তীব্রতা ভারতের ক্ষেত্রে চিনের মতো গুরুতর নাও হতে পারে, কারণ ভারতীয়রা ইতিমধ্যে হার্ড ইমিউনিটি গড়ে তুলেছে, এমনটাই জানালেন, CSIR- সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি (CCMB)-র একজন শীর্ষ কর্মকর্তা। CCMB-এর ডিরেক্টর বিনয় কে নন্দিকুরি, উপযুক্ত কোভিডবিধি অনুসরণের উপর জোর জোর দিয়েছেন৷ বিশেষজ্ঞরা মনে করছেন যে, কোভিডের সমস্ত ভ্যারিয়েন্টেরই পুনরায় আক্রান্ত করার ক্ষমতা রয়েছে৷ এমনকি, টিকাকরণ হয়ে গিয়েছে, পূর্বে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, এমন ব্যক্তিরও কিন্তু কোভিড হতেই পারে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে সমস্ত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ভারত৷ কোভিডের দ্বিতীয় তরঙ্গে মানুষ দেখেছিল স্বাস্থ্য পরিকাঠামো কীভাবে বিপর্যস্ত হয়েছে৷ অক্সিজেনের অভাবে প্রতিমুহূর্তে ভোগান্তি বেড়েছে মানুষের৷ হাসপাতালের শয্যা খুঁজতে ক্লান্ত হয়ে গিয়েছে মানুষ৷ প্রিয়জনের মৃত্যুর হৃদয় বিদারক দৃশ্য যাতে আর দেখতে না হয়, তার জন্য আগাম প্রস্তুত হচ্ছে দেশ৷ সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দেওয়া চিঠিতে স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, যে কোনও জরুরি অবস্থা মোকাবিলায় প্রয়োজনীয় স্বাস্থ্য ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এবার আগেভাগেই অক্সিজেন সিলিন্ডার তৈরি রাখতে নির্দেশ দিয়েছে। নতুন পরামর্শে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেছেন যে সমস্ত রাজ্যের অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করা উচিত। এছাড়াও, PSA সিস্টেমও প্রস্তুত রাখা প্রয়োজন।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
দৈনিক করোনা-পরিসংখ্যান প্রকাশ বন্ধ রবিবার থেকেই, আরও বাড়ছে আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল