TRENDING:

Rajnath Singh at SCO Meeting: রাজনাথের এক চালেই কুপোকাত চিন-পাকিস্তান, SCO নথিতে কেন সই করল না ভারত?

Last Updated:

মনে করা হচ্ছে, ভারতকে ফাঁদে ফেলতে চিন এবং পাকিস্তান মিলেই এই কারসাজি করেছিল৷ যদিও ভারতের প্রতিরক্ষামন্ত্রী সেই ফাঁদে পা দেননি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতকে কোণঠাসা করতে ছক সাজিয়েছিল পাকিস্তান এবং চিন৷ কিন্তু সেই ফাঁদে পা দিলেন না প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ চিনের কিনডাওতে শাংহাই কোঅপারেশন অর্গানাইজেনের প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে যোগ দিলেও সম্মেলন শেষে বৈঠকে অংশ নেওয়া প্রতিরক্ষামন্ত্রীদের যৌথ বিবৃতিতে সই করলেন না রাজনাথ সি৷ অভিযোগ, যে বিবৃতি তৈরি করা হয়েছিল তাতে সই করলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানই বদলে যেত৷
চিন পাকিস্তানের ছক ভেস্তে দিলেন রাজনাথ৷
চিন পাকিস্তানের ছক ভেস্তে দিলেন রাজনাথ৷
advertisement

মনে করা হচ্ছে, ভারতকে ফাঁদে ফেলতে চিন এবং পাকিস্তান মিলেই এই কারসাজি করেছিল৷ যদিও ভারতের প্রতিরক্ষামন্ত্রী সেই ফাঁদে পা দেননি৷ আর ভারতের এই পদক্ষেপেই বেনজির ভাবে শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও-র সদস্য দেশগুলির মধ্যে ফাটল প্রথমবার সামনে চলে এল৷ প্রশ্ন উঠে গিয়েছে চিনের নেতৃত্ব দানের ক্ষমতা নিয়ে৷

সূত্রের খবর এসসিও-র সম্মেলনের শেষে প্রতিরক্ষামন্ত্রীদের যে যৌথ বিবৃতি তৈরি করা হয়, সেখানে গত এপ্রিল মাসে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার কোনও উল্লেখই ছিল না৷ পাক মদতপুষ্ট জঙ্গিদের হাতে ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর জন্য এক লাইনও সেখানে লেখা হয়নি৷ অথচ বালুচিস্তান অশান্ত হয়ে ওঠার জন্য পরোক্ষে ভারতের দিকেই আঙুল তোলা হয়৷ ভারতীয় কূটনীতিকরা মনে করেছন, বালুচিস্তানে বাইরের কোনও শক্তি অশান্তির সৃষ্টি করছে বলে তুলে ধরে সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত দেওয়ার অভিযোগ থেকে গোটা বিশ্বের নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ইসলামাবাদ এবং বেজিং৷ রাজনাথ ওই যৌথ বিবৃতিতে সই করে দিলে সরকারি ভাবে পাকিস্তানের অভিযোগে সিলমোহর পড়ে যেত৷ আর তা করতে পারলেই বালুচিস্তানের বিদ্রোহীদের গুম করে দেওয়া, বিচারপ্রক্রিয়ার বাইরে গিয়ে বালুচিস্তানে খুন, হত্যার ধারা বজায় রাখতে সুবিধে হত ইসলামাবাদের৷ কিন্তু এসসিও-র নথিতে ভারত সই না করায় সেই পরিকল্পনা আপাতত বানচাল হয়ে গিয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এর আগেই অবশ্য ভারত সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত দেওয়ার অভিযোগ প্রমাণ করতে গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য এবং উপগ্রহ চিত্র এসসিও-র সদস্য দেশগুলির হাতে তুলে দেয়৷ পহেলগাঁও নিয়ে নাম না করে পাকিস্তানের কড়া সমালোচনা করেন রাজনাথ৷ সন্ত্রাসবাদে মদত দিচ্ছে যারা, সেই সমস্ত দেশের সমালোচনা করার জন্যও এসসিও-র সদস্য দেশগুলির কাছে দাবি জানান রাজনাথ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Rajnath Singh at SCO Meeting: রাজনাথের এক চালেই কুপোকাত চিন-পাকিস্তান, SCO নথিতে কেন সই করল না ভারত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল