TRENDING:

China Puppy: ভেবে এনেছিলেন কুকুর ছানা, দিন কয়েক বাদেই মনিবের মাথায় আকাশ ভেঙে পড়ল!

Last Updated:

China Puppy: মনের মতো বন্ধু, সেইসঙ্গে বাড়ির নিরাপত্তাতেও দর, এমনই এক লক্ষ্যে কুকুরটিকে বাড়িতে নিয়ে আসেন ওই ব্যক্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চিন: কথায় বলে, কুকুরের থেকে ভালো বন্ধু নাকি আর হয় না। সেই ভাবনাই হয়ত মনের মধ্যে ছিল চিনের এক ব্যক্তির। সেই সূত্রেই চিনের সাংঘাইয়ের এক বাসিন্দা কিছুদিন আগে বাড়িতে নিয়ে এসেছিলেন একটি কুকুর ছানা (Puppy)। নিজের একাকিত্ব কাটাতে কুকুর ছানাটিকে সঙ্গী করে বাড়িতে নিয়ে এসেছিলেন তিনি। মনের মতো বন্ধু, সেইসঙ্গে বাড়ির নিরাপত্তাতেও দর, এমনই এক লক্ষ্যে কুকুরটিকে বাড়িতে নিয়ে আসেন ওই ব্যক্তি।
সব এয়ারলাইন্স পোষা প্রাণীর অনুমতি দেয় না। সুতরাং, প্রথমে আপনি যে ফ্লাইটটি নিতে চান তা পোষা প্রাণীটিকেও অনুমতি দেয় কিনা তা পরীক্ষা করে দেখুন।
সব এয়ারলাইন্স পোষা প্রাণীর অনুমতি দেয় না। সুতরাং, প্রথমে আপনি যে ফ্লাইটটি নিতে চান তা পোষা প্রাণীটিকেও অনুমতি দেয় কিনা তা পরীক্ষা করে দেখুন।
advertisement

এইভাবেই এগোতে থাকল দিন। স্নেহ-যত্নে বেড়ে উঠতে থাকে কুকুরছানাটি। কিন্তু কী অদ্ভূত! যতই সে বেড়ে উঠছিল, ততই কেমন যেন অন্য রকম দেখতে লাগতে শুরু করে ছানাটি। এমনকী শাবকটির হাঁটাচলা, ডাকও একেবারে অন্য রকম হয়ে উঠছিল। এমনকী গায়ের লোমও একেবারেই কুকুরের মতো নয়। পরিস্থিতি দেখে ক্রমেই চিন্তিত হয়ে পড়েন ওই ব্যক্তি।

advertisement

আরও পড়ুন:  নাম ছাতা মুরুলি, সাগর দ্বীপে জালে উঠল বিরাট 'দানব'! ওজন-দামে আঁতকে উঠবেন...

আরও পড়ুন: নিমেষে বাড়ছে সংক্রমণ, অবস্থা ভয়াবহ! রাজ্যের 'এই' জায়গার বাসিন্দা নন তো আপনি?

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

কী করবেন বুঝতে না পেরে ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় নিজের শাবকের ছবি দিয়ে নিজের সমস্যার কথা জানান। এরপরই সামনে আসে রহস্য। নেটিজেনরাই তাঁকে জানান, তিনি আসলে কুকুর নয়, বরং বাড়িতে নিয়ে এসেছেন একটি ইঁদুর। ওই ব্যক্তি জানিয়েছেন, একটি পাহাড়ি এলাকা থেকে ওই শাবকটিকে এনেছিলেন তিনি। তাতেই আরও স্পষ্ট হয়, ওই শাবকটি আসলে একটি বাম্বু র‍্যাট (Bamboo Rat)।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
China Puppy: ভেবে এনেছিলেন কুকুর ছানা, দিন কয়েক বাদেই মনিবের মাথায় আকাশ ভেঙে পড়ল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল