এইভাবেই এগোতে থাকল দিন। স্নেহ-যত্নে বেড়ে উঠতে থাকে কুকুরছানাটি। কিন্তু কী অদ্ভূত! যতই সে বেড়ে উঠছিল, ততই কেমন যেন অন্য রকম দেখতে লাগতে শুরু করে ছানাটি। এমনকী শাবকটির হাঁটাচলা, ডাকও একেবারে অন্য রকম হয়ে উঠছিল। এমনকী গায়ের লোমও একেবারেই কুকুরের মতো নয়। পরিস্থিতি দেখে ক্রমেই চিন্তিত হয়ে পড়েন ওই ব্যক্তি।
advertisement
আরও পড়ুন: নাম ছাতা মুরুলি, সাগর দ্বীপে জালে উঠল বিরাট 'দানব'! ওজন-দামে আঁতকে উঠবেন...
আরও পড়ুন: নিমেষে বাড়ছে সংক্রমণ, অবস্থা ভয়াবহ! রাজ্যের 'এই' জায়গার বাসিন্দা নন তো আপনি?
কী করবেন বুঝতে না পেরে ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় নিজের শাবকের ছবি দিয়ে নিজের সমস্যার কথা জানান। এরপরই সামনে আসে রহস্য। নেটিজেনরাই তাঁকে জানান, তিনি আসলে কুকুর নয়, বরং বাড়িতে নিয়ে এসেছেন একটি ইঁদুর। ওই ব্যক্তি জানিয়েছেন, একটি পাহাড়ি এলাকা থেকে ওই শাবকটিকে এনেছিলেন তিনি। তাতেই আরও স্পষ্ট হয়, ওই শাবকটি আসলে একটি বাম্বু র্যাট (Bamboo Rat)।