আরও পড়ুন প্রযোজক হলেন ওবামা দম্পতি, ছবি তৈরিতে দিচ্ছেন মন
আন্তর্জাতিক স্তরে যেভাবে সাইদকে নিয়ে চাপ বাড়ছে পাকিস্থানের, সেখানে চিনের এই আর্জি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ চিন-পাকিস্তানের সুস্পর্কের কথা সবারই জানা৷ মনে করা হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে, সাইদকে নিয়ে পাকিস্তানের মুখ যাতে না পোড়ে, তাই এমন পরামর্শই দিয়েছে চিন৷ তবে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রীকেই এই সিদ্ধান্ত নিতে হবে, কারণ আব্বাসির মেয়াদ ফুরোবে এই মাসের শেষে৷ জুলাই শেষে সেদেশে নির্বাচন৷ তারপরই জানা যাবে সাইদকে নিয়ে চিনের মতামত মানল কিনা পাকিস্তান৷
advertisement
আরও পড়ুননিপায় মৃত ১০, কেরলে ৪ জেলার উপর জারি হল পর্যটন নিষেধাজ্ঞা
মুম্বইকাণ্ডে আইএসআইের সঙ্গে জেইউডির যোগের কথা স্বীকার করে নেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ তারপরই ফের খবরে উঠে আসেন হাফিজ সাইদ৷ ইতিমধ্যেই হাফিজ সাইদকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দিয়েছেরাষ্ট্রপুঞ্জ৷ চাপের মুখে পড়ে সাইদকে ঘরবন্দিও করেছিল পকিস্তান৷ তবে লাহোর কোর্টের নির্দেশে ছাড়ও পেয়ে যান সাইদ৷
