আরও পড়ুন: ঘণ্টায় ১০০ কিলোমিটার… সাড়ে ৩টে থেকে সাড়ে ৫টা! এর ভিতরেই স্থলভাগে আছড়ে পড়বে বীভ
শুক্র সকালে প্রথমে ৭.৭ এবং পরবর্তীতে ৬.৪ আফটার শকে ধস্ত হয়েছে মায়ানমারের বিস্তীর্ণ এলাকা। শুধু মায়ানমারই নয় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অনুভূত হয়েছে এই কম্পন। থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাঙ্কক থেকে উত্তরের শহর চিয়াং মাই বহু এলাকাতেই কম্পন অনুভূত হয়েছে। ইতিমধ্যেই এই কম্পনে গুঁড়িয়ে যাওয়া বহু বাড়ির ভয়ংকর দৃশ্য সামনে আসতে শুরু করেছে। মায়ানমার থেকে ব্যাঙ্কক ভূমিকম্পের তীব্রতায় বহু বাড়ি থেকে ইমারত ইতিমধ্যেই ধ্বংস হয়েছে।
আরও পড়ুন: মায়ানমারে পরপর ভূমিকম্পের ঝটকা, ৭.২ তীব্রতা রিখটার স্কেলে সুনামি অ্যালার্ট
পর পর দুই ভূমিকম্পে শুক্রবার কেঁপে উঠেছে মায়ানমার। দুটি ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৭ এবং ৬.৪। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মোনওয়া শহর থেকে ৫০ কিমি দূরে।ভূমিকম্পের জেরে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা সরকারের। ধীরে ধীরে প্রকাশ্যে আসছে সেই সব খবর। যুদ্ধবন্দীদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে এই ভূমিকম্পে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই ভূমিকম্পের জেরে মন্ডলয়তে ভেঙে পড়েছে একটি মসজিদ। এই মসজিদ ভেঙে প্রাণ গিয়েছে আরও ২০ জনের।ভূমিকম্পে মোট কত জনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়, উদ্ধারকাজ চালাচ্ছে মায়ানমার প্রশাসন। তবে যে তীব্রতায় ভূমিকম্প হয়েছে, তাতে মৃতের সংখ্যা অনেক বাড়তে পারে।
এই ভূমিকম্পের জেরে দুঃখপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মায়ানমারকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।