সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে (ভিডিও-র সত্যাসত্য বিচার করেনি নিউজ18 বাংলা) দেখা যায় উপত্যকার পাহাড়ি ঢালে ভিড় করে আছেন অসংখ্য স্থানীয় মানুষ। আকাশে চক্কর কাটছে উদ্ধারকাজে আসা পাকিস্তানি সেনাবাহিনীর হেলিকপ্টার। কিন্তু শেষ পর্যন্ত হেলিকপ্টারটি উদ্ধার করতে না পেরে ফিরে গিয়েছে বলে জানা যায়।
পরবর্তীতে সেনাবাহিনীর আরও একটি হেলিকপ্টারে উদ্ধারকাজ শুরু হয়। দুর্ঘটনার প্রায় বারো ঘণ্টা পর অবশেষে এদিন রাতে ২ টি বাচ্চাকে বার করে আনা সম্ভব হয় বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। এখনও আরও ৪ জন পড়ুয়া এবং ২ পূর্ণবয়স্ক ওই কেবলকার-এ আটকে আছেন।
advertisement
পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর, ঝুলন্ত রোপওয়েতে যাঁরা আটকে পড়েছেন, তাঁদের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তাঁরা জানান সেখানে পরিস্থিতি এত খারাপ যে একজন অচৈতন্য হয়ে পড়েন। আটকে পড়া ছাত্রছাত্রীরা বাত্তঙ্গি পাশতো সরকারি হাই স্কুলের পড়ুয়া। স্কুলটি এত দুর্গম পাহাড়ি জায়গায়, যে সেখানে পৌঁছতে হলে রোপওয়ে ছাড়া উপায় নেই।