TRENDING:

Child falls out of car window: গাড়ির জানলা দিয়ে ছিটকে গেল বাচ্চা, টেরও পেলেন না মা-বাবা! ভাইরাল ভিডিও!

Last Updated:

ট্রাফিকের জট কাটতে কাটতেই গাড়িটি দূরে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটি দুর্ঘটনাক্রমে জানালা দিয়ে পড়ে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সাংহাই: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও খুবই ভাইরাল হয়েছে, আবার এক স্পর্শকাতর ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে নেটমাধ্যমে। সিসিটিভিতে ধরা পড়া এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। অভিভাবক ও তাঁর সন্তানের ওই স্পর্শকাতর ভিডিওটির উৎস সাংহাইয়ের দক্ষিণে পূর্ব চিনের একটি শহর নিংবোতে। নিংবোর ট্রাফিক কন্ট্রোল রুমের সামনে ঘটনাটি ঘটেছে।
advertisement

কয়েক সেকেন্ডের ওই ক্লিপটিতে দেখা যাচ্ছে যে, একটি ছোট মেয়ে একটি গাড়ির পেছনের সিটের জানালার বাইরে লাল আলোর দিকে ঝুঁকে পড়েছে। ট্রাফিকের জট কাটতে কাটতেই গাড়িটি দূরে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটি দুর্ঘটনাক্রমে জানালা দিয়ে পড়ে যায়।

আরও পড়ুন: চিনের হুমকির জবাবে তাইওয়ানের কাছে প্রস্তুত ঘাতক এফ ১৬! কাঁপছে ড্রাগন

advertisement

অন্য দিকে, তার অভিভাবক যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি বুঝতেও পারেননি যে তাঁর সন্তান গাড়ি থেকে পড়ে গিয়েছে বা হারিয়ে গিয়েছে। তিনি অবলীলাক্রমে গাড়ি নিয়ে সামনের দিকে এগিয়ে যান। সেই সময় পেছন থেকে আসা বেশ কয়েকটি গাড়ি মেয়েটিকে রাস্তায় পড়ে থাকতে দেখে এবং স্থানীয় কিছু মানুষ তাকে সাহায্য করতে ছুটেও আসেন।

advertisement

এক ভদ্রলোক ওই শিশুটিকে দেখতে পেয়ে তাকে তুলে নিয়ে ফুটপাতে চলে আসেন। তার পরিবারের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। মেয়েটিকে প্রাথমিক ভাবে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ফার্স্ট এইড দেওয়া হয়। স্থানীয় মানুষরা শিশুটিকে নিরাপদে রাখতে পুলিশের সঙ্গেও যোগাযোগ করে।

advertisement

আরও পড়ুন: তাইওয়ানে চিনের যুদ্ধ মহড়ায় একাধিক বিমান বাতিল! যুদ্ধ লাগা শুধু সময়ের অপেক্ষা

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

ভিডিওটি ট্যুইটারে (Twitter) শেয়ার করা হতেই প্রচুর মানুষ ওই ভিডিওটিকে লাইক করে আরও ভাইরাল করে দিয়েছেন। আপলোড করা ওই ভিডিওতে ক্যাপশন দেওয়া রয়েছে "অসচেতন বাবা-মায়ের চূড়ান্ত নিদর্শন"। নেটিজেনরা মেয়েটির বাবা-মায়ের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এবং কীভাবে তাঁরা বুঝতেও পারেলেন না যে তাঁদের সন্তান রাস্তায় পড়ে গিয়েছে এই নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আবার লিখেছেন, "অবিশ্বাস্য অসহায়তা"। কেউ কেউ এমন বাবা-মায়েদের অভিভাবক হিসেবে চূড়ান্ত ব্যর্থ বলেও মনে করেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Child falls out of car window: গাড়ির জানলা দিয়ে ছিটকে গেল বাচ্চা, টেরও পেলেন না মা-বাবা! ভাইরাল ভিডিও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল