TRENDING:

৪ মহাদেশে ৩০ হাজার কিমি পাড়ি দিয়ে সিঙ্গাপুর থেকে অ্যান্টার্কটিকায় খাবার ডেলিভারি তরুণীর

Last Updated:

Food delivered to the Antarctica: সিঙ্গাপুর থেকে খাবার নিয়ে তিনি পাড়ি দেন অ্যান্টার্কটিকায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বের দীর্ঘতম খাবার ডেলিভারি৷ ৪ মহাদেশের মধ্যে দিয়ে ৩০ হাজার কিমি পাড়ি দিয়ে তরুণী পৌঁছে দিলেন অর্ডার দিলেন খাবার৷ সিঙ্গাপুর থেকে খাবার নিয়ে তিনি পাড়ি দেন অ্যান্টার্কটিকায়৷ ইনস্টাগ্রামে মানাসা গোপাল একটি ভিডিও পোস্ট করেছেন৷ সেখানে ধরা আছে তাঁর সিঙ্গাপুর থেকে দক্ষিণ মেরু পৌঁছনোর ভিডিও৷ চারটি মহাদেশ অতিক্রম করবেন বলেই মানাসা ৩০ হাজার কিমি দূরত্ব অতিক্রম করেন।
সিঙ্গাপুর থেকে খাবার নিয়ে তিনি পাড়ি দেন অ্যান্টার্কটিকায়
সিঙ্গাপুর থেকে খাবার নিয়ে তিনি পাড়ি দেন অ্যান্টার্কটিকায়
advertisement

সিঙ্গাপুর থেকে মানাসা প্রথমে জার্মানির হামবুর্গ পৌঁছন৷ তার পর সেখান থেকে আর্জেন্তিনার বুয়েনাস আইরেসের বিমান ধরেন৷ তার পর উশুয়াইয়া শহর থেকে অ্যান্টার্কটিকার উদ্দেশে রওনা দেন৷ তার পর বরফ এবং কাদামাখা পথ পেরিয়ে খাবার পৌঁছে দেন নির্দিষ্ট ঠিকানায়৷

আরও পড়ুন :  শাড়ি, কপালে টিপ আর নাগরা জুতোর সাজে দুই মার্কিন যুবক শিকাগোর রাজপথ ধরে চললেন ভারতীয় বন্ধুর বিয়েতে, নিমেষে ভাইরাল ভিডিও

advertisement

ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে মানাসা লেখেন ‘‘আজ আমি সিঙ্গাপুর থেকে অ্যান্টার্কটিকায় স্পেশাল অর্ডারে খাবার পৌঁছ দিলাম৷ এই প্রকল্পে জড়িত থাকতে পেরে দারুণ রোমাঞ্চিত লাগছে৷ তবে প্রতিদিন কিন্তু সিঙ্গাপুর থেকে ৩০ হাজার কিমি পাড়ি দিয়ে বিশ্বের দুর্গম ও প্রত্যন্ততম বিন্দুতে খাবার পৌঁছে দেওয়া হবে না৷ গত ৫ অক্টোবর ভিডিওটি পোস্ট করেছেন চেন্নাইয়ের বাসিন্দা মানাসা৷ এখনও পর্যন্ত তার ভিউজ ছাপিয়েছে ৩৯ হাজার৷

advertisement

এই ভিডিও ঘিরে নেটিজেনদের মধ্যে কৌতূহল ছড়িয়েছে৷ উঠেছে একাধিক প্রশ্ন৷ সবথেকে বেশি প্রশ্ন হল কোন খাবার অর্ডার করা হয়েছিল? ডেলিভারি ফি কত ছিল? তবে এই কৃতিত্বকে নির্দ্বিধায় বাহবা জানিয়েছেন সকলে৷ এর আগে গত বছর মানাসা জানিয়েছিলেন তিনি অ্যান্টার্কটিকা সফরের খরচ যোগাড় করতে চান৷ খুঁজছিলেন কোনও নামী ব্র্যান্ডকেও স্পনসর হিসেবে৷ তাঁর স্বপ্নপূরণের সঙ্গী হয় ফুডপান্ডা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
৪ মহাদেশে ৩০ হাজার কিমি পাড়ি দিয়ে সিঙ্গাপুর থেকে অ্যান্টার্কটিকায় খাবার ডেলিভারি তরুণীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল