সিঙ্গাপুর থেকে মানাসা প্রথমে জার্মানির হামবুর্গ পৌঁছন৷ তার পর সেখান থেকে আর্জেন্তিনার বুয়েনাস আইরেসের বিমান ধরেন৷ তার পর উশুয়াইয়া শহর থেকে অ্যান্টার্কটিকার উদ্দেশে রওনা দেন৷ তার পর বরফ এবং কাদামাখা পথ পেরিয়ে খাবার পৌঁছে দেন নির্দিষ্ট ঠিকানায়৷
advertisement
ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে মানাসা লেখেন ‘‘আজ আমি সিঙ্গাপুর থেকে অ্যান্টার্কটিকায় স্পেশাল অর্ডারে খাবার পৌঁছ দিলাম৷ এই প্রকল্পে জড়িত থাকতে পেরে দারুণ রোমাঞ্চিত লাগছে৷ তবে প্রতিদিন কিন্তু সিঙ্গাপুর থেকে ৩০ হাজার কিমি পাড়ি দিয়ে বিশ্বের দুর্গম ও প্রত্যন্ততম বিন্দুতে খাবার পৌঁছে দেওয়া হবে না৷ গত ৫ অক্টোবর ভিডিওটি পোস্ট করেছেন চেন্নাইয়ের বাসিন্দা মানাসা৷ এখনও পর্যন্ত তার ভিউজ ছাপিয়েছে ৩৯ হাজার৷
এই ভিডিও ঘিরে নেটিজেনদের মধ্যে কৌতূহল ছড়িয়েছে৷ উঠেছে একাধিক প্রশ্ন৷ সবথেকে বেশি প্রশ্ন হল কোন খাবার অর্ডার করা হয়েছিল? ডেলিভারি ফি কত ছিল? তবে এই কৃতিত্বকে নির্দ্বিধায় বাহবা জানিয়েছেন সকলে৷ এর আগে গত বছর মানাসা জানিয়েছিলেন তিনি অ্যান্টার্কটিকা সফরের খরচ যোগাড় করতে চান৷ খুঁজছিলেন কোনও নামী ব্র্যান্ডকেও স্পনসর হিসেবে৷ তাঁর স্বপ্নপূরণের সঙ্গী হয় ফুডপান্ডা৷