শাড়ি, কপালে টিপ আর নাগরা জুতোর সাজে দুই মার্কিন যুবক শিকাগোর রাজপথ ধরে চললেন ভারতীয় বন্ধুর বিয়েতে, নিমেষে ভাইরাল ভিডিও

Last Updated:

Chicago Men in Saree: ভারতীয় বন্ধুর বিয়েতে ওই দুই শ্বেতাঙ্গ আমেরিকান হাজির শাড়ি পরে! সঙ্গে নাগরাই জুতো৷ ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি

প্রিয় বন্ধুর বিয়েতে চমক দেওয়ার চেষ্টার অন্ত থাকে না ঘনিষ্ঠ বন্ধুদের৷ ভারতীয় ঘরানার বিয়েতে সাধারণত নাচগানের আয়োজন করা হয়৷ থাকে চমকের বন্দোবস্তও৷ কখনও থাকে নির্ভেজাল, নির্দোষ দুষ্টুমিও৷ প্র্যাকটিক্যাল জোকও থাকে সেই তালিকায়৷ তবে বন্ধুকে সেরা চমক দিয়েছেন শিকাগোর দুই যুবক৷ ভারতীয় বন্ধুর বিয়েতে ওই দুই শ্বেতাঙ্গ আমেরিকান হাজির শাড়ি পরে! সঙ্গে নাগরাই জুতো৷ ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি৷
শাড়ির সাজে সেজে শিকাগোর রাজপথ ধরে হেঁটে যাচ্ছেন বন্ধুর বিয়েতে৷ পোশাক নিয়ে লিঙ্গভিত্তিক বাধা তাঁরা উড়িয়েছেন ফুৎকারে৷ বিয়ের পাত্রের ‘বেস্ট ম্যান’-এর নিখুঁত ভারতীয় সাজ এখন দারুণ জনপ্রিয় নেটিজেনদের মধ্যে৷ ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে শাড়ির সঙ্গে দিব্যি বিন্দিও পরেছেন তাঁরা৷ জীবনে প্রথম বার শাড়ি পরে কিন্তু একটুও ঘাবড়ালেন না৷ বরং সপ্রতিভ ভাবে হেঁটে গেলেন৷ বন্ধুদের ওই সাজে দেখে বিয়ের পাত্র তো হতবাক! তাঁর বিস্ময়াপন্ন মুখের ভাব এখন সুপার ভাইরাল৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন :  প্রাতর্ভ্রমণের সময় প্রেম, পাকিস্তানে ১৯ বছরের কিশোরীকে বিয়ে করলেন ৭০ বছর বয়সি বৃদ্ধ
ভিডিও ক্লিপটি আপলোড করেছে শিকাগো ওয়েডিং ভিডিওগ্রাফার প্যারাগন ফিল্মস৷ ভিডিওর ক্যাপশনে লেখা ‘‘কেবলমাত্র বিয়ের দিনে সকালের একটা ভিডিও যেখানে বরের দুই বন্ধু বা বিয়ের বেস্ট ম্যান শাড়ি পরে হেঁটে যাচ্ছে মিশিগান অ্যাভিনিউ ধরে৷’’ ভিডিওতে দেখা গিয়েছে এক মহিলা শাড়ি পরিয়ে দিচ্ছেন ওই দুই যুবককে৷ তার পর শাড়ি ম্যানেজ করতে বিন্দুমাত্র অসুবিধে হয়নি তাঁদের৷ দেখা গিয়েছে বিয়ের কনেকেও৷ তিনি তো কাণ্ডকারখানা দেখে হেসেই কুটোপাটি৷ ভিডিওর শেষে তো পাত্র জড়িয়ে ধরলেন শাড়ি পরিহিত দুই বন্ধুকে৷
advertisement
শেয়ার করার পর তিরিশ হাজারের বেশি লাইক পেয়েছে ভিডিওটি৷ ভিউজ ছাপিয়েছে তিন লক্ষের বেশি৷ দুই বন্ধুর সৃজনশীলতাকে বাহবা জানিয়েছেন নেটিজেনরা৷ সবথেকে প্রশংসিত হয়েছে তাঁদের শাড়ি ম্যানেজ করার সপ্রতিভতা৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
শাড়ি, কপালে টিপ আর নাগরা জুতোর সাজে দুই মার্কিন যুবক শিকাগোর রাজপথ ধরে চললেন ভারতীয় বন্ধুর বিয়েতে, নিমেষে ভাইরাল ভিডিও
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement