ব্রাজিলের (Brazil) নাতালি যখন ঘুমিয়েছিলেন তখন তাঁকে একটি সেন্টিপেড বা শতপদী পতঙ্গ কামড়ে দেয়৷ সেই পতঙ্গটি তাঁর ঠোঁটে (Lips) কামড়ে দেয়৷ তারপরেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়ে যায়৷ শারীরিক পরিস্থিতি অত্যন্ত খারাপ এই অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ হাসপাতালে যখন তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল তখন তাঁর ঠোঁট (Lips) ফুলে ঢোল হয়ে গিয়েছিল৷
advertisement
১১ অক্টোবর মহিলা নিজের ঘরে ঘুমোচ্ছিলেন৷ এরপর রাতে তাঁকে পতঙ্গটি কামড়ে দেয়৷ বিষাক্ত ফোলা ঠোঁট নিয়ে মহিলা হাসপাতালে ভর্তি হন৷ মহিলাকে দুদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়৷ দ্য মিররে প্রকাশিত রিপোর্ট অনুযায়ি তাঁকে ঠোঁটে অস্ত্রোপচার করতে হয়েছে৷ মহিলার ঠোঁট দেখে মনে হচ্ছিল তিনি যেন ইচ্ছা করে ঠোঁটের সার্জারি করিয়েছেন! দেখে মনে হচ্ছিল তাঁর ওপরের ঠোঁটে কেউ যেন সুঁচ ফুঁটিয়ে দিয়েছে৷ মহিলা জানিয়েছেন যন্ত্রণায় তিনি ঘুম থেকে উঠে পড়েছিলেন মনে হয়েছিল তাঁর ঠোঁটে যেন কেউ কিছু ফুঁটিয়ে দিয়েছে৷ তারপর তিনি দেখতে পান মাটিতে রয়েছে সেই শতপদী পতঙ্গটি৷
আরও পড়ুন - বিয়ের পর প্রথম কড়বা চৌথ, সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ, গলায় মঙ্গলসূত্র, দাম শুনলে ঘুরবে মাথা
হঠাৎ করেই মহিলার যন্ত্রণা প্রচণ্ড বেড়ে যায়, তিনি উঠে ঘরের লাইট জ্বালিয়ে দেন৷ আয়নায় মুখ দেখে দেখেন ঠোঁট ফুলে দ্বিগুণ আকৃতির হয়ে গেছে, যেন কিছু ফুঁটে গেছে৷ তাঁর অসহ্য যন্ত্রণা হচ্ছিল পাশাপাশি প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল৷ তিনি দ্রুত হাসপাতালে পৌঁছে যান৷ চিকিৎসকরা দ্রুত তাঁকে ব্যাথা নিরোধক ও অ্যালার্জির ওষুধ দেন৷ তারপর মহিলাকে দুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়৷ তারপর তিনি ছাড়া পান৷
হাসপাতাল থেকে বাড়ি ফিরে তিনি অনেকটা ঠিক হয়ে যান৷ তারপর তিনি নিজের এই ভয়ানক অভিজ্ঞতার গল্প ইনস্টাগ্রামে পোস্ট করেন৷ নিজের ফলোয়ারদের এই ভয়ানক পতঙ্গ থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দেন৷ বলেন নিজেদের ঘরের চারপাশে যেন এই সেন্টিপেড না থাকে৷