TRENDING:

Car Accident News: নাইটক্লাবের সামনে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় আহত ২০ জন! ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

Last Updated:

Car Accident News: লস অ্যাঞ্জেলসের ইস্ট হলিউডে একটি নাইটক্লাবের সামনে ভয়াবহ দুর্ঘটনায় গাড়ি উঠল জনতার ভিড়ের উপর। আহত ২০ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল বাহিনী...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লস অ্যাঞ্জেলেস: ঘটনাটি ঘটেছে লস অ্যাঞ্জেলসের ইস্ট হলিউড এলাকায়, শনিবার রাত আনুমানিক ২টা নাগাদ। ‘ভারমন্ট নাইটক্লাব’-এর সামনে উৎসবের আবহ, সঙ্গীত ও আলোয় ভরা ছিল পুরো এলাকা। ঠিক তখনই একটি অজ্ঞাত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় ভিড়ের উপর। মুহূর্তের মধ্যেই রক্তাক্ত হন অন্তত ২০ জন।
নাইটক্লাবের সামনে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় আহত ২০ জন! ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
নাইটক্লাবের সামনে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় আহত ২০ জন! ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement

লস অ্যাঞ্জেলস ফায়ার ডিপার্টমেন্টের মতে, ৪ থেকে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক, ৮-১০ জন গুরুতর আহত এবং আরও অন্তত ১০ জন মাঝারি আঘাত পেয়েছেন। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় ডজনখানেক অ্যাম্বুলেন্স এবং দমকল বাহিনী পৌঁছে যায় ঘটনাস্থলে। মাঝ রাতে গোটা জায়গা যখন প্রায় শান্ত ছিল, মুহূর্তের দুর্ঘটনায় সব চুরমার হয়ে যায়। পুলিশ আর অ্যাম্বুলেন্সের গাড়ির আলোয় ভরে ওঠে চারপাশ৷ মানুষের তীব্র আর্তনাদে শান্ত পরিবেশ হয়ে ওঠে অশান্ত৷

advertisement

আরও পড়ুন: পাকিস্তানে প্রবল বৃষ্টি! একদিনে ৬৩ জনের মৃত্যু, বহু এলাকা জলমগ্ন, জারি জরুরি অবস্থা

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ধূসর রঙের গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে আছে, চারদিকে ভাঙাচোরা কাচ, রক্তের দাগ আর আতঙ্কিত জনতা। স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে চরম ভীতি।

এক প্রত্যক্ষদর্শী জানান, “আমরা সবাই নিজেদের মতো করে প্রতিা মুহূর্ত উপভোগ করছিলাম৷ কিন্তু কথা নেই, বার্তা নেই গাড়িটা যেন উড়ে এল। কেউ কিছু বুঝে ওঠার আগেই দেখলাম অসংখ্য মানুষ মাটিতে লুটিয়ে পড়েছে। বেশ কয়েকজন আর্তনাদ করছিল৷ মূহুর্তের মধ্যে আমাদের চারপাশের ছবিটা যেন রাতারাতি বদলে গেল৷”

advertisement

আরও পড়ুন: হাত-পায়ে সু*ইসা*ইড নোট, শ্বশুরবাড়ির অত্যাচারে বি*ষ খেয়ে চরম সিদ্ধান্ত মণীষার…

LAFD জানিয়েছে, আহতদের দ্রুত কাছাকাছি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে গাড়ি চালক কে ছিলেন, তিনি নেশাগ্রস্ত ছিলেন কি না বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে কি না—তা খতিয়ে দেখছে পুলিশ।

এ ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন। ভিড়পূর্ণ এলাকা এবং নাইটক্লাবের সামনে নিরাপত্তা আরও জোরদার করার দাবি তুলছেন স্থানীয়রা। লস অ্যাঞ্জেলস শহর, যেখান থেকে রাত শুরু হয় সংগীত আর উদ্দীপনায়, সেখানেই এক রাতে নামল আতঙ্কের ছায়া।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Car Accident News: নাইটক্লাবের সামনে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় আহত ২০ জন! ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল