কানাডার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের তরফে জানানো হয়েছে, কানাডার জেমস ক্রি নেশনের একটি জনগোষ্ঠী এবং ওয়েলডন শহরে এই হামলার ঘটনা ঘটে৷ দশ জনের মৃত্যুর পাশাপাশি অন্তত ১৫ জন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন৷ আরও অনেকে আহতকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে বলে খবর৷
আরও পড়ুন: আমেরিকাকে পাত্তা না দিয়ে রাশিয়ার মাটিতে মহড়ার জন্য সেনা পাঠাল ভারত
advertisement
দুই সন্দেহভাজন হামলাকারীর নাম ড্যামিয়েন এবং মিলস স্যান্ডারসন৷ দু' জনের বয়স যথাক্রমে ৩০ এবং ৩১ বছর৷ দুই সন্দেহভাজনেরই ছবি প্রকাশ করেছে পুলিশ৷ হামলার পর দু' জনেই একটি কালো গাড়ি করে পালিয়ে যায়৷ গাড়িটিকে ধরতে হাইওয়েতে একাধিক চেক পয়েন্ট তৈরি করে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
জেমস ক্রি নেশন নামে ওই অঞ্চলে প্রায় আড়াই হাজার মানুষের বাস৷ সেখানে জরুির অবস্থা জারি করা হয়েছে৷ এছাড়াও সাসকাচেওয়ান প্রদেশের বাসিন্দাদেরও নিরাপদ স্থানে আশ্রয় নিতে আর্জি জানানো হয়েছে৷ স্থানীয় সময় সকাল ৫.৪০ মিনিট নাগাদ প্রথম হামলার ঘটনা ঘটে৷ এর পর একের পর এক স্থানীয় বাসিন্দার উপরে ছুরি দিয়ে হামলা চালায় দুই সন্দেহভাজন৷