আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে খবর, এই উটটি কাঁটাতারের বেড়া, পর্বত,নদী সবই পেরিয়েছে। ঊষর মরুপথে ৬২ মাইল হাঁটার পর ওই উটের এক পশুপালকের চোখে পড়ে। ততদিনে সে ক্লান্ত-শ্রান্ত হয়েছে অনেক। ওই পশুপালকের চিনতে দেরি হয়নি উটটিকে। তিনি দ্রুত খবর দেন উটটির প্রাক্তন মালিককে। অক্টোবরের শেষে উটটিকে অর্থের জন্য বিক্রি করে দিয়েছিলেন এই ব্যক্তি। ৯ মাস পর প্রিয় সঙ্গীর সঙ্গে দেখা হতে দুজনের চোখেই তখন জল।
advertisement
পোষ্যটির মালিক স্থির করেছেন, যে মূল্যই দিতে হোক না কেন তাকে আর কখনও কাছছাড়া করবেন না। খবর নিয়ে তিনি জেনেছেন গত ২৯ জুন এই উটটি বর্তমান মালিকের কাছ থেকে পালিয়েছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 19, 2020 6:50 PM IST