TRENDING:

Bus Accident: ভয়ঙ্কর পরিস্থিতি, হাইওয়েতে হঠা‍ৎ উল্টে গেল যাত্রীবোঝাই বাস! মর্মান্তিক দুর্ঘটনার বলি ১২ জন, গুরুতর আহত ৪৫ জন

Last Updated:

Bus Accident: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে৷ যাত্রী বোঝাই বাস হাইওয়ের মাঝখানে উল্টে যাওয়ায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে৷ সেখানে একটি যাত্রীবোঝাই বাস উল্টে যায়৷ এই ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং ৪৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে জরুরি পরিষেবা সংস্থা।
ভয়ঙ্কর পরিস্থিতি, হাইওয়েতে হঠা‍ৎ উল্টে গেল যাত্রীবোঝাই বাস! মর্মান্তিক দুর্ঘটনার বলি ১২ জন, গুরুতর আহত ৪৫ জন - ছবি x
ভয়ঙ্কর পরিস্থিতি, হাইওয়েতে হঠা‍ৎ উল্টে গেল যাত্রীবোঝাই বাস! মর্মান্তিক দুর্ঘটনার বলি ১২ জন, গুরুতর আহত ৪৫ জন - ছবি x
advertisement

জোহানেসবার্গের একুরহুলেনি ইমার্জেন্সি ম্যানেজমেন্টের মুখপাত্র উইলিয়াম এনথলাদি জানান, উদ্ধারকর্মীরা বাসটিকে সোজা করার চেষ্টা করছেন যাতে এর নিচে কেউ আটকে আছে কি না, তা নিশ্চিত করা যায়।

আরও পড়ুন: এই মাছ দেখা দিলেই পিছু নেয় প্রাকৃতিক দুর্যোগ! ‘ওরফিস’-এর আবির্ভাবে ভয়ঙ্কর ভূমিকম্পের প্রহর গোনা শুরু, ভয়ে কাঁপছে সবাই…

এই দুর্ঘটনাটি জোহানেসবার্গের ও.আর. ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি মহাসড়কে ঘটে। দুর্ঘটনার পর বাসটি রাস্তার একপাশে কাত হয়ে পড়েছিল।

advertisement

কর্তৃপক্ষ জানায়, বাসটি জোহানেসবার্গের পূর্ব দিকের কাটলেহং টাউনশিপ থেকে যাত্রী পরিবহন করছিল। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৯ জন পুরুষ ও ৩ জন নারীর মৃত্যু হয়। এখনো দুটি মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে বলে জানা গেছে। তবে মৃতদের বয়স সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: ভয়ঙ্কর দুর্ঘটনায় আঁতকে উঠল মানুষ! নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, আহত একাধিক…

advertisement

হাসপাতালে ভর্তি আহতদের অবস্থা সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, তারা প্রত্যেকেই গুরুতর আহত হন৷ আহতদের মধ্যে বাসচালকও রয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

এই দুর্ঘটনায় অন্য কোনো গাড়ির সংযোগ ছিল না, তবে কী কারণে বাসটি উল্টে গেল তা এখনো স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Bus Accident: ভয়ঙ্কর পরিস্থিতি, হাইওয়েতে হঠা‍ৎ উল্টে গেল যাত্রীবোঝাই বাস! মর্মান্তিক দুর্ঘটনার বলি ১২ জন, গুরুতর আহত ৪৫ জন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল