সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, দেশের জাতীয় পতাকার শোভার আলোকসজ্জা দেখার জন্য বুর্জ খলিফার সামনে জমা হয়েছিলেন পাকিস্তানের প্রচুর মানুষ। কিন্তু পতাকার দেখা না মেলায় যারপরনাই হতাশ এবং ক্ষুব্ধ পাকিস্তানিরা।
আরও পড়ুন- Akasa-র মতো সংস্থার হাত ধরেই উঠবে ভারতের বিমান ব্যবসা! আশাবাদী Boeing India-র সভাপতি
এক পাক নাগরিক এক মহিলা এই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছিলেন। তাঁকে বলতে শোনা যায়, “এখন সময় ১২টা ০১ মিনিট। আর দুবাইয়ের আধিকারিকরা আমাদের জানান যে, বুর্জ খলিফায় পাক জাতীয় পতাকা প্রদর্শন করা হবে না। পাকিস্তানিরা স্লোগান দিয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও বুর্জ খলিফায় পাক জাতীয় পতাকা দেখা যায়নি। দুঃখের বিষয় হল, পাকিস্তানিদের সঙ্গে কোনও প্র্যাঙ্ক করা হয়েছে!”
advertisement
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই দুবাই প্রশাসন যেন জেগে ওঠে। পাক নাগরিকরা এই ঘটনার কঠোর নিন্দা করতে শুরু করেন। আসলে বুর্জ খলিফায় দুর্দান্ত বিষয়ের প্রদর্শন করা হয়। এমনকী বিভিন্ন দেশের স্বাধীনতা দিবস উদযাপনও করে থাকে বুর্জ খলিফা।
পরে বুর্জ খলিফার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও প্রকাশ করা হয়। যেখানে বুর্জ খলিফায় পাকিস্তানের জাতীয় পতাকা দেখা গিয়েছে। ওই ভিডিও-র ক্যাপশনে লেখা হয়েছে যে, “দ্য ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য আলো জ্বালিয়েছিল #BurjKhalifa। গর্ব, ঐক্য এবং সমৃদ্ধিতে ভরা এই দিনটির জন্য পাকিস্তানের মানুষদের অনেক অনেক অভিনন্দন। এই দিনে মহান দেশের সমৃদ্ধ ঐতিহ্য উদযাপন করবেন তাঁরা। সমস্ত পাকিস্তানিদের আগামী জীবন দুর্দান্ত সাফল্য এবং আনন্দে ভরে উঠুক। শুভ স্বাধীনতা দিবস!”