TRENDING:

প্রকাশ্যে ব্রিটিশ সাংসদ জো কক্সকে গুলি করে হত্যা

Last Updated:

প্রকাশ্যে দিন দুপুরে খুন হলেন গ্রেট ব্রিটেনের লেবার পার্টির সাংসদ জো কক্স (৪১)। উত্তর ইংল্যান্ডে নিজের নির্বাচনী কেন্দ্রে স্থানীয়দের সঙ্গে কখা বলা সময় তার উপর হামলা চালায় দুষ্কৃতিরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইয়র্কশায়ার: প্রকাশ্যে দিন দুপুরে খুন হলেন গ্রেট ব্রিটেনের লেবার পার্টির সাংসদ জো কক্স (৪১)। উত্তর ইংল্যান্ডে নিজের নির্বাচনী কেন্দ্রে স্থানীয়দের সঙ্গে কখা বলা সময় তার উপর হামলা চালায় দুষ্কৃতিরা ৷ টাউন হলের বাইরে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা ৷ এরপর তাকে ছুরি দিয়ে আঘাত করা হয় ৷ মার্কেট স্ট্রিটে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ৪১ বছরের কক্স  ৷
advertisement

ওই এলাকায় অবস্থিত একটি কফি শপের মালিক আবদুল্লা  জানান, হঠাৎ বাইরে বিকট চিৎকার শুনে সে বেরিয়ে আসে ৷ তিনি জানান, ‘ওখানে দু’জন ব্যক্তির মধ্যে ধস্তাধস্তি চলছিল ৷ তাদের মধ্যে একজন সাদা বেসবল টুপি পরেছিল ৷ বেসবস টুপি পরা ওই ব্যক্তি আচমকা একটি বন্দুক বার করে৷’ তিনি আরও জানান যে তাদের মধ্যে বচসা বাড়তে থাকাই সেখানে উপস্থিত কক্স তাদের আটকাতে যায় ৷

advertisement

এরপর বেসবল টুপি পরা ব্যক্তি তার দিকে বন্দুক তাক করে গুলি করতে থাকে ৷ গুলি লাগায় মাটিতে লুটিয়ে পড়ে কক্স ৷

এখানেই না থেমে ওই ব্যক্তি  ছুরি নিয়ে কক্সকের পেটে বারবার ছুরি দিয়ে আঘাত করতে থাকে ৷

ঘটনায় টমি মেয়ার নামে ৫২ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ ৷ তবে খুনের মোটিভ এখনও জানতে পারেনি পুলিশ ৷

advertisement

গুরুতর অবস্থায় কক্সকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ৷

গতবছরই সাংসদ নির্বাচিত হন কক্স ৷

১৯৯০ সালের পর সাংসদ থাকাকালীন এই ভাবে কাউকে খুন করার ঘটনা ঘটল ৷

ঘটনায় শোকপ্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

বাংলা খবর/ খবর/বিদেশ/
প্রকাশ্যে ব্রিটিশ সাংসদ জো কক্সকে গুলি করে হত্যা