TRENDING:

Brithish Man | Poland: ৯০ মিনিটের মধ্যে ২২টা শটস! অনিয়ন্ত্রিত মদ্যপানে ভয়ঙ্কর পরিণতি..কী হল জানেন?

Last Updated:

পুলিশ জানাচ্ছে, আসলে এই ধরনের স্ট্রিপ ক্লাবে একটা চক্র চলে৷ যাঁরা কাস্টোমারদের অত্যধিক মদ্যপান করিয়ে তাঁদের কাছ থেকে টাকাপয়সা লুট করে নেয়৷ এক্ষত্রেও ওই স্ট্রিপ ক্লাব থেকে একটি চক্রের কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্রিটেন: নাম মার্ক সি৷ ব্রিটিশ নাগরিক৷ বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন পোল্যান্ড৷ কিন্তু, কে জানত, এই ট্রিপই তাঁর জীবনের শেষ ট্রিপ হবে৷ হয়ত তাঁর নিজেরই দোষে৷ জানা গিয়েছে, বন্ধুর সঙ্গে মার্ক থাকছিলেন পোল্যান্ডের ক্র্যাকাও গন্তব্য ছিল পোল্যান্ডের ক্রাকাওয়ের একটি স্ট্রিপ ক্লাব৷
advertisement

অভিযোগ, ‘ওয়াইল্ড নাইটস’ নামে ওই ক্লাবে যাওয়ার আগে থেকেই চূড়ান্ত নেশাগ্রস্ত অবস্থায় ছিল সে৷ কিন্তু, তারপরেও অর্ডার করতে থাকে একের পর এক শটস৷ ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, কোনও বারণই নাকি তিনি শুনছিলেন না, তাঁর বন্ধুও তাঁকে বাগে আনতে পারেননি৷ সব মিলিয়ে ৯০ মিনিটে ২২টি শটস অর্ডার করেন মার্ক৷ তারপরেই লুটিয়ে পড়েন৷ সেখানেই শেষ৷

advertisement

আরও পড়ুন: রোদে-তাতে আর কষ্ট নয়! অফিস যাত্রা হবে শান্তির, রাস্তায় নামছে আরও বেশি সংখ্যক AC বাস

পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই মুহূর্তে মার্কের শরীরে ০.৪ শতাংশেরও বেশি অ্যালকোহল ছিল, যা বিষের সমান৷ এতে মানুষের মৃত্যু হওয়া অস্বাভাবিক কিছু নয়৷ তাছাড়া, মার্ক যখন নেশাগ্রস্ত অবস্থায় পড়েছিলেন, তখন তাঁর কাছ থেকে ৪২০ পাউন্ডও চুরি হয়ে যায় বলে জানান তাঁরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

পুলিশ জানাচ্ছে, আসলে এই ধরনের স্ট্রিপ ক্লাবে একটা চক্র চলে৷ যাঁরা কাস্টোমারদের অত্যধিক মদ্যপান করিয়ে তাঁদের কাছ থেকে টাকাপয়সা লুট করে নেয়৷ এক্ষত্রেও ওই স্ট্রিপ ক্লাব থেকে একটি চক্রের কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Brithish Man | Poland: ৯০ মিনিটের মধ্যে ২২টা শটস! অনিয়ন্ত্রিত মদ্যপানে ভয়ঙ্কর পরিণতি..কী হল জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল