অভিযোগ, ‘ওয়াইল্ড নাইটস’ নামে ওই ক্লাবে যাওয়ার আগে থেকেই চূড়ান্ত নেশাগ্রস্ত অবস্থায় ছিল সে৷ কিন্তু, তারপরেও অর্ডার করতে থাকে একের পর এক শটস৷ ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, কোনও বারণই নাকি তিনি শুনছিলেন না, তাঁর বন্ধুও তাঁকে বাগে আনতে পারেননি৷ সব মিলিয়ে ৯০ মিনিটে ২২টি শটস অর্ডার করেন মার্ক৷ তারপরেই লুটিয়ে পড়েন৷ সেখানেই শেষ৷
advertisement
আরও পড়ুন: রোদে-তাতে আর কষ্ট নয়! অফিস যাত্রা হবে শান্তির, রাস্তায় নামছে আরও বেশি সংখ্যক AC বাস
পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই মুহূর্তে মার্কের শরীরে ০.৪ শতাংশেরও বেশি অ্যালকোহল ছিল, যা বিষের সমান৷ এতে মানুষের মৃত্যু হওয়া অস্বাভাবিক কিছু নয়৷ তাছাড়া, মার্ক যখন নেশাগ্রস্ত অবস্থায় পড়েছিলেন, তখন তাঁর কাছ থেকে ৪২০ পাউন্ডও চুরি হয়ে যায় বলে জানান তাঁরা৷
পুলিশ জানাচ্ছে, আসলে এই ধরনের স্ট্রিপ ক্লাবে একটা চক্র চলে৷ যাঁরা কাস্টোমারদের অত্যধিক মদ্যপান করিয়ে তাঁদের কাছ থেকে টাকাপয়সা লুট করে নেয়৷ এক্ষত্রেও ওই স্ট্রিপ ক্লাব থেকে একটি চক্রের কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে৷