সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও শেয়ার হচ্ছে যা দেখলে আতঙ্ক তৈরি হচ্ছে। কুন্ডলী পাকানো ধোঁয়া উঠতে থাকে। তারপরই তীব্র আওয়াজ। ভয়ানক বিস্ফোরণে কেঁপে ওঠে স্বপ্ন শহর বেইরুট। রাস্তা ঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকে ভেঙে পড়া দরজা, জানালা, কাঁচ। তবে কি কারণে এই বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়।
গতকাল যখন ওই ভয়ানক বিস্ফোরণটি ঘটে বেইরুটে, মানুষ তখন যে যার নিজের জীবনে ব্যস্ত ছিল। তেমনই নিজের বিয়েতে ব্যস্ত ছিলেন বেইরুটের এই যুবক যুবতী। বিস্ফোরণের এলাকার ঠিক কাছেই সদ্য বিয়ে সেরে ছবি তুলতে ব্যস্ত ছিলেন নববিবাহিতা। তাঁর পরনে সাদা গাউন। সুন্দর করে তিনি তুলছিলেন ছবি। হঠাৎ ভয়ঙ্কর আওয়াজে কেঁপে ওঠে সব কিছু। ছবি তোলা ছেড়ে দৌড়ে পালালেন এই নব দম্পতি, নিজেদের প্রাণ বাঁচাতে। যে বাড়িতে তাঁদের বিয়ে হচ্ছিল সেটি তখন কাঁপছে। ঝমঝম শব্দে জানলা দরজার কাঁচ ভেঙে পড়ছে। এই সময় ক্যামেরাটা অন করাই ছিল। তাতেই ধরা পড়ে এই বিস্ফোরণের আরও একটি বিভৎস ভিডিও। সারা শহর এখন আতঙ্কের শিকার !