পর্যটন সংস্থাদেরও ধারণা, পাউন্ডের দাম কমলে এদেশে থেকে ব্রিটেনে যাওয়ার মানুষের সংখ্যা বাড়বে ৷ শুধু পর্যটকরাই নন, ব্রিটেনে পড়াশুনার জন্যও এদেশ থেকে লোকসংখ্যা বাড়তে পারে ৷ ব্রিটেনে এই মুহূর্তে ভারতীয় পড়ুয়াদের সংখ্যা নেহাত কম নয়। তবে পড়াশোনার খরচ কমলে সেই সংখ্যা আরও বাড়বে বলেই মত বিশেষজ্ঞদের ৷
advertisement
শুধু পর্যটকরাই নন, এদেশের কিছুটা ধনী মানুষও চাইবেন এখন ব্রিটেনে সম্পত্তি কিনতে ৷ শুধু ব্রিটেনের গ্রাম বা মফস্বল নয়, রাজধানী লন্ডনেও সম্পত্তি কিনতে এখন আগ্রহী হতে পারেন ভারতীয়রা ৷ পাউন্ডের দাম কমে যাওয়াই এর প্রধান কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা ৷ ব্রেক্সিট রায়ের পর গত ৩১ বছরে পাউন্ডের দর এইমূহূর্তে অভাবনীয়ভাবে কমে গিয়েছে ৷ যা বিদেশি লগ্নি আনার জন্য যথেষ্ট ৷ ব্রিটেনে, বিশেষত লন্ডন শহর নিয়ে ভারতীয়দের আগ্রহ বরাবরই রয়েছে ৷ ব্যবসায়ী কিংবা যাঁদের পরিবার ব্রিটেনে থাকে, তাঁদের লন্ডন প্রীতি অপরিসীম ৷ তাই বর্তমান অবস্থার সুযোগ নিয়ে ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশের মানুষ ব্রিটেনে সম্পত্তি কিনতে এখন অধিক আগ্রহ প্রকাশ করাটাই স্বাভাবিক ৷