নেপালে শৌর্য্য এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার অল্প কয়েকদিনের মধ্যেই আরও একটি বিমান দুর্ঘটনার খবর ৷ এবারের ঘটনা ব্রাজিলের ৷ দুর্ঘটনার বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ কম আসনের ছোট বিমানগুলি ভেঙে পড়ার ঘটনা এখন প্রায়শই ঘটছে ৷ শুক্রবার ওই ভয়াবহ দুর্ঘটনায় বিমানে থাকা সমস্ত যাত্রীরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ৷ দুর্ঘটনাস্থলে দমলকলবাহিনী থেকে শুরু করে মিলিটারি পুলিশ এবং সিভিল ডিফেন্স অথরিটির দল পাঠানো হয়েছে ৷ তারা দ্রুত গতিতে উদ্ধারকাজ চালাচ্ছেন ৷
advertisement
আরও পড়ুন– বিয়েতে অগ্নিসাক্ষী রেখে ৭ নয়, ৮ পাক ঘুরেছিলেন ভিনেশ ফোগাট ! কারণ জানলে প্রশংসা করবেন
সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার মুহূর্তের বেশ কিছু ছবি এবং ভিডিও সামনে এসেছে, যাতে গোল হয়ে ঘুরতে ঘুরতে তীব্র গতিতে VOEPASS (2283-PS-VPB) বিমানটিকে নীচের দিকে নেমে আসতে দেখা যায়। বসতি এলাকায় গাছপালা ভেদ করে এর পর আছড়ে পড়ে বিমানটি। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক।
আরও পড়ুন– ‘যে সোনা জিতেছে সেও আমার ছেলের মতো’, পাকিস্তানি নাদিমকে হৃদয়-ছোঁয়া বার্তা নীরজের মায়ের
শুক্রবার কাসকাভেল থেকে সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল ট্যুইন টার্বোপ্রপ বিমানটি। ৫৮ জন যাত্রী এবং চার জন বিমান কর্মী ছিলেন ওই বিমানে। সাও পাওলোর ভিনহেদো বসতি এলাকায় ভেঙে পড়ে বিমানটি। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে, এখনও পর্যন্ত পরিষ্কার নয়।