Neeraj Chopra-Arshad Nadeem: ‘যে সোনা জিতেছে সেও আমার ছেলের মতো’, পাকিস্তানি নাদিমকে হৃদয়-ছোঁয়া বার্তা নীরজের মায়ের
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Neeraj Chopra's Mother's Heartwarming Response after Arshad Nadeem Win Gold: অলিম্পিক্সে বৃহস্পতিবার ইতিহাস গড়েছেন পাকিস্তানের আর্শাদ নাদিম ৷ দ্বিতীয় স্থানে ভারতের নীরজ চোপড়া। নিশ্চিত সোনা হাতছাড়া হয়েছে ছেলের। কিন্তু তারপরেও নাদিমের উদ্দেশ্যে মন ছুঁয়ে যাওয়া বার্তা দিলেন নীরজের মা।
জ্যাভলিন থ্রো-তে বৃহস্পতিবার ইতিহাস গড়েছেন পাকিস্তানের আর্শাদ নাদিম ৷ ৪০ বছর পর নিজের দেশকে অলিম্পিক্সের মঞ্চে সোনা এনে দিতে সফল তিনি ৷ দ্বিতীয় স্থানে ভারতের নীরজ চোপড়া। নিশ্চিত সোনা হাতছাড়া হয়েছে ছেলের। কিন্তু তারপরেও পাকিস্তানি নাদিমের উদ্দেশ্যে মন ছুঁয়ে যাওয়া বার্তা দিলেন নীরজের মা। বলে দিলেন, “যে সোনা জিতেছে সেও আমার ছেলের মতো।’’ Photo: AP
advertisement
advertisement
advertisement
নীরজের বাবা সতীশ কুমার বলছেন, এটা পাকিস্তানের দিন ছিল। তাঁর কথায়, “প্রত্যেকের দিন আসে। আজ পাকিস্তানের দিন ছিল। কিন্তু আমরাও রুপো জিতেছি। এটা আমাদের কাছে গর্বের। আমার মনে হয়, কুঁচকির চোট ওর পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।’’ সঙ্গে সতীশ যোগ করেন, “নীরজ দেশের জন্য রুপো জিতেছে। আমরা খুশি এবং গর্বিত। নীরজকে দেখে দেশের তরুণ-তরুণীরা অনুপ্রাণিত হবে।’’ Photo: AP
advertisement
গতবার টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। এবারের প্যারিস অলিম্পিক্সের জ্যাভলিন থ্রো-তেও তিনিই ছিলেন ফেভারিট। আর্শাদ নাদিমের শুরুটা তেমন ভাল না হলেও শেষ পর্যন্ত সোনা ছিনিয়ে নিয়েছেন তিনি। নীরজ ছয়টি থ্রো-এর একটিতে ৮৯.৪৫ মিটারে পাঠান। সেই থ্রো-ই রুপো এনে দিয়েছে দেশকে। ৮৮.৫৪ মিটার থ্রো করে ব্রোঞ্জ জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। Photo: AP
advertisement