TRENDING:

রাস্তার উপর চলছিল খোঁড়াখুঁড়ি, বেলচা দিয়ে কিছুটা খনন করতেই মিলল এমন বস্তু, যা ঘুম উড়িয়ে দিল গোটা শহর এবং প্রশাসনের !

Last Updated:

Ancient Bombs Found in Germany: রাস্তা নির্মাণের কাজ চলছিল। বেলচা দিয়ে রাস্তা খনন করার সময় একটি আজব জিনিসের সন্ধান পান কিছু মানুষ। অথচ বুঝতেই পারেননি যে, তাঁদের হাতে স্বয়ং বিপর্যয় রয়েছে। এরপরে অবশ্য শহরের প্রশাসনিক আধিকারিকরা এটি চিহ্নিত করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোলন: অনেক সময় আমরা যে কীসের সন্ধান পেয়েছি, সেটা আমরা নিজেরাও বুঝি না। কারণ আমরা সেই জিনিসগুলি হয়তো আমরা আগে দেখিনি। কিন্তু কিন্তু যাঁরা এই বিষয়টি ধরতে পারেন, তাঁরাই বুঝতে পারেন যে, এটা কতটা উপযোগী অথবা কতটা বিপজ্জনক হতে পারে। এই একই জিনিস ঘটেছে জার্মানির কোলন শহরের কিছু কর্মচারীর সঙ্গে। আসলে তাঁরা এই শহরে এসেছিলেন রাস্তা তৈরি করতে। কিন্তু তাঁরা এমন কোনও জিনিসের সন্ধান পেয়েছিলেন, যা গোটা শহরকে বিপদের মুখে ফেলে দিয়েছিল।
বেলচা দিয়ে কিছুটা খনন করতেই মিলল এমন বস্তু (AI Generated)
বেলচা দিয়ে কিছুটা খনন করতেই মিলল এমন বস্তু (AI Generated)
advertisement

রাস্তা নির্মাণের কাজ চলছিল। বেলচা দিয়ে রাস্তা খনন করার সময় একটি আজব জিনিসের সন্ধান পান তাঁরা। অথচ বুঝতেই পারেননি যে, তাঁদের হাতে স্বয়ং বিপর্যয় রয়েছে। এরপরে অবশ্য শহরের প্রশাসনিক আধিকারিকরা এটি চিহ্নিত করেন। আসলে সেগুলি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জীবন্ত বা সক্রিয় বোমা। এর মধ্যে একটিতে যদি বিস্ফোরণও ঘটে যেত, তাহলে ব্যাপক বিপর্যয় নেমে আসতে পারত।

advertisement

আরও পড়ুন– রাফাল, F-35 বা সুখোই-57 নয়, ভারতের নজর এখন এই যুদ্ধবিমানের দিকে, ঢেলে সাজবে বাহিনী

জীবন্ত বা সক্রিয় বোমার সন্ধান পেলেন খননকর্মীরা:

সোমবার জার্মানির কোলনে রাস্তা নির্মাণের প্রস্তুতি চলছিল। সেই সময় খননকর্মীরা সেখানে জীবন্ত বোমার সন্ধান পান। আর এই বোমাগুলি ছিল আসলে মার্কিন বোমা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমাগুলি এই শহরে পড়েছিল। আর এহেন বোমা দেখে সেখানে উপস্থিত আধিকারিকরাও যারপরনাই চমকে উঠেছিলেন। কারণ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক না ছড়িয়ে দিয়ে সক্রিয় বোমাগুলিকে নিরাপদে নিষ্ক্রিয় করাটাই ছিল বড়সড় চ্যালেঞ্জ।

advertisement

Photo Courtesy: EPA/BBC

সরানো হয়েছিল প্রায় ২০ হাজার মানুষকে:

যেখান থেকে বোমা উদ্ধার হয়েছিল, সেখানকার ১০০০ মিটার এলাকা থেকে বুধবার সকালে প্রশাসনের তরফে প্রায় ২০,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছিল। জার্মানির কোলনে প্রাপ্ত বুধবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মার্কিন বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্যই ওই শহরের সিটি সেন্টার থেকে মানুষজনকে নিরাপদে সরানো হয়েছে। কারণ যাতে কোনও সমস্যা না হয়, তার জন্যই বোমা নিষ্ক্রিয় করার জন্য এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

advertisement

আরও পড়ুন– যিশু খ্রিস্ট, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধি… এক ছবিতে ৪৫ চরিত্রে অভিনয় ! গিনেস বুকও কুর্নিশ করেছে এই দক্ষিণী ছবির অভিনেতাকে

দীর্ঘ ৮০ বছর পর মিলল এমন বোমার সন্ধান:

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর প্রায় ৮০ বছর কেটে গিয়েছে। ওই বিশ্বযুদ্ধের বিমান হানার সময় ফেলা হয়েছিল বোমাগুলি। সেগুলিই আজও বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হচ্ছে। জার্মানিতে হামেশাই উদ্ধার হয় এই ধরনের বোমা। অথচ সেখানকার বাসিন্দারা জানেনও না যে, সেগুলি কতটা বিপজ্জনক। যদিও এই বিষয়টা এবার খবরের শিরোনামে উঠে এসেছে। কারণ সেই ১৯৪৫ সালের পর কোলনে এই প্রথম সবথেকে বেশি সংখ্যক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হল। আসলে ওই এলাকায় ঘরবাড়ির পাশাপাশি রয়েছে ৫৮টি হোটেল, ৯টি স্কুল, একাধিক অফিস বিল্ডিং, জাদুঘর এবং রেলস্টেশনও।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
রাস্তার উপর চলছিল খোঁড়াখুঁড়ি, বেলচা দিয়ে কিছুটা খনন করতেই মিলল এমন বস্তু, যা ঘুম উড়িয়ে দিল গোটা শহর এবং প্রশাসনের !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল