Chinnaswamy Stadium Stampede: আনন্দ বদলে গেল বিষাদে, চিন্নাস্বামীর বাইরে ঠিক কী ঘটেছিল? যাতে পদপিষ্ট এত মানুষ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Chinnaswamy Stadium Stampede Photos: বিরাট কোহলিদের প্রথম আইপিএল জয়ের উৎসবে যোগ দিতে গিয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। আহত হয়েছেন ৩৩ জন।
প্রথমবার আইপিএল ট্রফি জয়ের আনন্দ মুহূর্তের মধ্যে পরিণত হল বিষাদে ৷ বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে যে ভয়ঙ্কর দৃশ্য দেখা গিয়েছে, তা হয়তো কেউই কখনও ভুলতে পারবেন না ৷ বিরাট কোহলিদের আইপিএল ট্রফি জয়ের উৎসব ঘিরে দুর্ঘটনা। স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অনেক জন। (Photo: AP)
advertisement
বুধবার বিকালে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে মর্মান্তিক ঘটনার পরও স্টেডিয়ামের ভিতরে হয়েছে উৎসব। প্রশ্ন উঠেছে গোটা দেশে। অবশেষে ঘটনার ৬ ঘণ্টা পর বিবৃতি দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কর্তৃপক্ষ। মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনও। (Photo: AP)
advertisement
বেঙ্গালুরুতে পৌঁছে কোহলিরা প্রথমে সেখানকার বিধানসভা ভবনে যান। সেখান থেকে হুডখোলা বাসে চেপে ‘ভিকট্রি প্যারেড’ করে তাঁদের চিন্নাস্বামীতে যাওয়ার কথা ছিল। কিন্তু দুপুরে বেঙ্গালুরু পুলিশ জানিয়ে দেয়, যানজটের আশঙ্কায় তারা ভিকট্রি প্যারেডের অনুমতি দিচ্ছে না। বিধানসভা ভবনে অনুষ্ঠান চলাকালীনই চিন্নাস্বামীর বাইরে ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা।
advertisement
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে যে ড্রেনগুলি রয়েছে, তার উপরে অস্থায়ী বা কাচা সিমেন্টের স্ল্যাব রাখা ছিল। ৪টে ৪৫ মিনিট নাগাদ তখন স্টেডিয়ামের গেটের কাছে তুমুল ভিড়। সেই সময়ই ভিড়ের চাপে একটি স্ল্যাব ভেঙে যায়। ড্রেনে পড়ে যায় কয়েকজন। এখান থেকেই প্রথম হুড়োহুড়ি শুরু হয়, যা থেকে পদপিষ্ট হয়। (Photo: AP)
advertisement
advertisement
কর্ণাটক ক্রিকেট সংস্থা মৃতদের পরিবার প্রতি ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। KSCA-এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘প্রিয়জনকে হারানো পরিবারগুলির জন্য RCB এবং KSCA যৌথ ভাবে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করছে। আমাদের আশা, শোকের সময় এই পদক্ষেপ তাঁদের জন্য কিছুটা সহায়ক হবে। তাঁরা হয়তো কিছুটা সান্ত্বনা পাবেন। এই ক্ষতিপূরণ কখনও মানুষের জীবনের মূল্য নির্ধারণ করতে পারে না। তেমন উদ্দেশ্যও নেই আমাদের। এই কঠিন সময়ে আমরা শুধু পরিবারগুলির পাশে থাকতে চাইছি। আশা করি আমাদের অবস্থান সকলে বুঝতে পারবেন।’’
advertisement