TRENDING:

Bangladesh Elections: এপ্রিলে ভোট কেন, ফুঁসে উঠল বিএনপি! বাংলাদেশে নির্বাচন নিয়ে মহাচাপে ইউনূস, উঠল বিরাট অভিযোগ

Last Updated:

এপ্রিলে নির্বাচন করার প্রস্তাবকে খারিজ করে দিয়ে ওই সময়ে নির্বাচন করা কতটা যুক্তিসঙ্গত, না নিয়েও প্রশ্ন তুলেছে বিএনপি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গতকালই মহম্মদ ইউনূস ঘোষণা করেছিলেন, এপ্রিল মাসের প্রথম ভাগেই বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ যদিও ইউনূসের এই সিদ্ধান্তকে মানতে নারাজ খালেদা জিয়ার দল বিএনপি৷ ইউনূসকে চাপে ফেলে দিয়ে বিএনপি আরও অভিযোগ করেছে, এটা নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করারই কৌশল৷ এর আগে ইউনূস নিজেই ঘোষণা করেছিলেন যে আগামী বছরের জুন মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন আয়োজন করা হবে৷
নির্বাচন নিয়ে চাপে ইউনূস৷
নির্বাচন নিয়ে চাপে ইউনূস৷
advertisement

ইদের আগে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে শুক্রবার ইউনূস এপ্রিল মাসে নির্বাচনের কথা ঘোষণা করেন৷ এর পরই বিএনপি নিজেদের জাতীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠক ডাকে৷ সেখানেই ইউনূসের এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়৷

ওই বৈঠকের পরই বিবৃতি দিয়ে বিএনপি জানায়, রীতি অনুযায়ী ইদের আগে শুভেচ্ছা বার্তা না দিয়ে অহেতুক রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেছেন৷

advertisement

একই সঙ্গে ইউনূস যে ইদের বার্তা দিতে গিয়ে যে অর্থনৈতিক করিডর এবং বন্দরের কথা বলেছেন, তারও সমালোচনা করেছে বিএনপি৷ যে সুরে ইউনূস কথা বলেছেন, তা রাজনৈতিক সৌজন্যতার পরিপন্থী বলেও অভিযোগ করেছে বিএনপি৷

এপ্রিলে নির্বাচন করার প্রস্তাবকে খারিজ করে দিয়ে ওই সময়ে নির্বাচন করা কতটা যুক্তিসঙ্গত, না নিয়েও প্রশ্ন তুলেছে বিএনপি৷ কারণ এপ্রিল পবিত্র রমজান মাস, স্কুলের পরীক্ষা থাকে৷ পাশাপাশি এপ্রিল মাসে প্রচণ্ড গরম থাকে৷ ফলে ওই নির্বাচন করার পরিকল্পনার বাস্তবতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে বিএনপি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পড়ুয়াদের তৈরি খাবার নিয়ে ফুড ফেস্টভ্যাল স্কুলে, চিকেন ফুচকা থেকে কোল্ড কফি সব আছে
আরও দেখুন

কেন আগামী ডিসেম্বর মাসে ভোট করা হবে না, ইউনূসের কাছে সেই প্রশ্ন তুলেছে বিএনপি৷ নির্বাচনে বিলম্বের কোনও কারণ আছে কি না, তাও ইউনূস স্পষ্ট ভাবে জানাননি বলে অভিযোগ৷ বিএনপি আরও দাবি করেছে, বাংলাদেশের মানুষ ১৫ বছর ধরে ঠিক মতো ভোট দিতে পারেননি৷ ফলে, বাংলাদেশের মানুষ সময়ে ভোট বলে আশা করেন৷ গত বছর জুলাই-অগাস্ট মাসে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হয়েছিল, সেকথা মনে করিয়ে দিয়ে বিএনপি বলেছে, নির্বাচনে অহেতুক দেরি হলে সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়বে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh Elections: এপ্রিলে ভোট কেন, ফুঁসে উঠল বিএনপি! বাংলাদেশে নির্বাচন নিয়ে মহাচাপে ইউনূস, উঠল বিরাট অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল