চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জবাব দিলেন বিতর্কিত বিএনপি নেতা রুহুল কবীর রিজভি৷ এ দিন মুখ্যমন্ত্রীর ললিপপ মন্তব্যকে কটাক্ষ করে তাঁর পাল্টা জবাব, ‘আমরা কি বসে বসে আমলকি চুষব?’
আরও পড়ুন: কলকাতা দখলের হুমকি, বাস্তবে কতটা শক্তিশালী বাংলাদেশের সেনাবাহিনী? ভারতের সঙ্গে ফারাক কতটা?
advertisement
গত কয়েকদিন ধরেই বাংলাদেশে ভারত বিরোধিতার প্রবল জিগির তুলেছেন রিজভির মতো বিএনপি নেতারা৷ ভারত বিদ্বেষ দেখাতে গিয়ে এ দেশে তৈরি শাড়ি পুড়িয়েছেন রিজভি৷ এ দিন বিছানার চাদরও পোড়ান তিনি৷ বিএনপির একটি স্থানীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে রিজভি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধর্মনিরপেক্ষ, মানবতাবাদী, অসাম্প্রদায়িক মানুষ হিসেবে জানতাম৷ কিন্তু আপনার মধ্যেও যে প্রবল হিন্দুত্ববাদ লুকিয়ে রয়েছে, সেটা বোঝা গেল যখন আপনি বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর কথা বললেন৷ আপনি আন্তর্জাতিক আইন সম্পর্কে কিছুই জানেন না৷ অর্বাচীনের মতো মন্তব্য করলেন৷’ এর পরেই রিজভি বলেন, ‘আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান তাহলে কি আমরা আমলকি চুষব?’
গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘কেউ কেউ বলছেন, বাংলা-বিহার-ওড়িশা দখল করে নেবেন৷ আপনারা দখল করে নেবেন আর আমরা কি বসে ললিপপ চুষব? তবে আমরা হিংসা চাই না, আমরা চাই শান্তি ফিরুক৷ কেউ এমন কিছু করবেন না যাতে উত্তেজনা বাড়ে৷ কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ করবে, আমরা তাকে সমর্থন করব৷’