অভাবের কারণে বিপথে চলে যাওয়া প্রান্তিক মানুষের পেটে একবেলার ভাত যোগাতে রাস্তার ধারে তৈরি হয়েছে হোটেল। এই হোটেলে নেই কোনও ক্যাশ কাউন্টার। দুপুর হলেই সেখানে মানুষ এসে ভিড় করেন। সেখানে এক স্বেচ্ছাসেবক কাগজ-কলম হাতে এগিয়ে যান ফুটপাতে বসে থাকা মানুষদের দিকে। তারপর সবাইকে জিজ্ঞেস করেন দুটি প্রশ্ন। “আপনার নাম কী?” এবং “আপনি কি আজ কোনো ভালো কাজ করেছেন?” আর তারপরেই প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে খাবারের প্যাকেট। আজব এই হোটেলের নাম "ভালো কাজের হোটেল" ।
advertisement
সারাদিনে একটি ভালো কাজ করলেই এখানে বিনামূল্যে খাবার পাওয়া যায়। যেমন কেউ এক অন্ধ মানুষকে রাস্তা পারাপারে সাহায্য করেছেন অথবা কোনো রিক্সাচালক অসুস্থ অসহায় যাত্রীকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন বিনামূল্যে। কেউ আবার দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছেন রাস্তার কোনো কুকুর শাবককে। কোনও কাজ ভালো বা কোন কাজ ভালো নয়,তার বিচার করার জন্য নেই কেউ। মানুষ নিজে তাঁর কোনো একটি কাজকে ভালো কাজ মনে করলেই হল। আর যদি কেউ সারাদিনে একটিও ভালো কাজ না করতে পারেন,তাহলেও অবশ্য তাঁকে ফিরিয়ে দেওয়া হয় না। বিনামূল্যের এই হোটেলেও আছে ধার-বাকির ব্যবস্থা,পরের দিন একসঙ্গে দুটি ভালো কাজ করলেই হবে।
এই হোটেলটি তৈরি হয়েছে বাংলাদেশের কমলাপুর রেল স্টেশনের কাছে। প্রতিদিন বহু মানুষ এখানে আসছেন। এবং সকলে সারাদিনে কম করে একটি ভালো কাজ করছেন। এবং সেই কাজের বিবরণ দিলেই মিলছে ভরপেট খাবার। এই করোনা আকালে এই পদক্ষেপ সত্যিই প্রশংসার। বহু মানুষ প্রংশংসা করেছেন এই উদ্যোগের।