বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন ৷ সর্ব শক্তিমান যেন তাঁদের শক্তি দেন এই বিপুল ক্ষতি থেকে বেরিয়ে আসতে ৷ এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদি শোকপ্রকাশ করে খালেদা জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ৷
বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রতি তাঁর অবদান কেউ কখনও ভুলতে পারবেনা ৷ ভারত ও বাংলাদেশের মৈত্রীর সম্পর্ক সারা বিশ্ব চিরকালই মনে রাখবে ৷ মোদি ২০১৫ সালে খালেদা জিয়ার ঢাকার বাড়িতে বৈঠক করেছিলেন ৷ সেই স্মৃতি আজও বহন করে বেড়াচ্ছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশাপ্রকাশ করেছেন ভবিষ্যতেও ভারত-বাংলাদেশের বন্ধুত্ব অটুট থাকবে ৷
আরও পড়ুন: Khaleda Zia Death: প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০
খালেদা জিয়ার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে মধুর স্মৃতি রোমন্থন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিএনপির সভানেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর ৷ মঙ্গলবার সকালে ঢাকার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া ৷ এই নিয়ে বিএনপির পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনও করা হয়েছে ৷
আরও পড়ুন: Khaleda Zia Death Reason: দীর্ঘদিন নানা রকম ব্যধি শরীরে বাসা বেঁধেছিল, কোন কারণে মৃত্যু হল খালেদা জিয়ার
ডিসেম্বরের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছিলেন ৷ দ্রুত আরোগ্য কামনা করে বাংলাদেশকে সমস্ত রকমের সাহায্যের আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু ডিসেম্বরের শেষ প্রান্তে তথা বছরের শেষ প্রান্তে এসেই বহু লড়াই মানল হার, প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৷
