TRENDING:

Bangladesh news: দেশ ছেড়েছেন, এবার ইউনূসকে আইনি চিঠি ধরালেন বাংলাদেশের ধনকুবের! সঙ্গে বিরাট হুঁশিয়ারি

Last Updated:

ওই ধনকুবেরের আইনজীবীদের অভিযোগ, আলম এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দিয়েছে মহম্মদ ইউনূসের সরকার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: বাংলাদেশের ক্ষমতাসীন মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে এবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সেদেশেরই একজন ধনকুবের৷ বাংলাদেশি ওই শিল্পপতির নাম মহম্মদ সইফুল আলম৷ তিনি বাংলাদেশের এস আলম শিল্প গোষ্ঠীর কর্ণধার৷ ইউনূস সরকারকে আইনি নোটিস পাঠিয়েছেন বাংলাদেশের অন্যতম ধনকুবেরের আইনজীবী৷
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস৷
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস৷
advertisement

অভিযোগ, শেখ হাসিনা দেশ ছাড়ার পরই ক্ষমতায় এসে এস আলম শিল্প গোষ্ঠীর বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে মহম্মদ ইউনূস সরকার৷ ইউনূস সরকারের অভিযোগ, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সইফুল আলম নামে ওই শিল্পপতি কয়েক বিলিয়ন ডলার বেআইনি ভাবে বিদেশে পাচার করে দিয়েছেন৷ এর পর ক্ষমতায় এসেই মহম্মদ ইউনূস সরকার ওই শিল্পগোষ্ঠীর সম্পত্তি বাজেয়াপ্ত করতে শুরু করে৷

advertisement

জানা গিয়েছে, বাংলাদেশের ওই অন্যতম ধনী ওই শিল্পপতির সিঙ্গাপুরের নাগরিকত্ব রয়েছে৷ সিঙ্গাপুরের নাগরিক হিসেবেই তিনি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছেন মহম্মদ সইফুল আলম৷ ওই শিল্পপতির আইনজীবী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস এবং তাঁর ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টাকে নোটিস পাঠিয়েছেন৷ সেই নোটিসে বলা হয়েছে, ছ মাসের মধ্যে দু পক্ষ বসে বিষয়টি মিটমাট না করলে তাঁরা আন্তর্জাতিক সালিশি আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশনে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা করবেন৷

advertisement

ফিনান্সিয়াল টাইমস-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ১৮ ডিসেম্বরের পাঠানো চিঠিতে ওই ধনকুবেরের দুই আইনজীবী জানিয়েছেন, ২০১১ সাল থেকে আলম এবং তাঁর পরিবার স্থায়ী ভাবে সিঙ্গাপুরে বসবাস করতে শুরু করেন৷ ২০২০ সালে তাঁরা বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেন৷ ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে আলম এবং তাঁর পরিবারের সদস্যরা সিঙ্গাপুরের নাগরিকত্ব পান৷

আরও পড়ুন: ‘বন্ধু’ পাকিস্তানকেও ছাপিয়ে গেল বাংলাদেশ! কয়েক মাস দেশ চালিয়েই লজ্জার নজির গড়়লেন ইউনূস

advertisement

ওই ধনকুবেরের আইনজীবীদের অভিযোগ, আলম এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দিয়েছে মহম্মদ ইউনূসের সরকার৷ এমন কি, আলম এবং তাঁর পরিবারের সদস্যদের বাংলাদেশে প্রবেশের উপরেও জারি হয়েছে নিষেধাজ্ঞা৷ ফলে বাংলাদেশে নিজেদের যাবতীয় সম্পত্তির এবং ব্যবসার উপরে নিয়ন্ত্রণ হারাতে থাকেন সইফুল আলম৷ আরও অভিযোগ, সইফুল আলম বাংলাদেশে যে বিপুল বিনিয়োগ করেছিলেন, গত কয়েকমাসের অরাজকতায় তার একটা বড় অংশই ধ্বংস করা হয়েছে৷ এর জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদাসীন মনোভাবকেও দায়ী করেছেন ওই ধনকুবেরের আইনজীবীরা৷

advertisement

যদিও ওই শিল্পপতির আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া দেয়নি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার৷ তবে গত অক্টোবর মাসে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাঙ্কের নতুন গভর্নর এহসান মনসুর অভিযোগ করেন, ব্যাঙ্কিং ব্যবস্থাকে এড়িয়ে এবং কারচুপি করে বাংলাদেশ থেকে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন সইফুল আলম৷ বাংলাদেশ সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নরের দাবি, সইফুল আলমের বিরুদ্ধে যা অভিযোগ রয়েছে তা আন্তর্জাতিক ক্ষেত্রেও ব্যাঙ্কিং ক্ষেত্রে বড় কেলেঙ্কারি হিসেবেই গণ্য করা হয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

বাংলাদেশে পোশাক, নির্মাণ, খাদ্য দ্রব্য এবং ব্যাঙ্কিং ক্ষেত্রেও ব্যবসা রয়েছে এস আলম গোষ্ঠীর৷ যদিও বাংলাদেশের সেন্ট্রাল ব্যাঙ্কের আনা যাবতীয় দুর্নীতির অভিযো অস্বীকার করেছে তারা৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh news: দেশ ছেড়েছেন, এবার ইউনূসকে আইনি চিঠি ধরালেন বাংলাদেশের ধনকুবের! সঙ্গে বিরাট হুঁশিয়ারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল