TRENDING:

Bangladesh police strike: পুলিশ শূন্য বাংলাদেশ, হামলার প্রতিবাদে কর্মবিরতির ডাক! অরাজকতা থামাবে কে?

Last Updated:

বাংলাদেশে ছাত্র আন্দোলনের শুরু থেকে পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সরকারের প্রতি অনুগতই ছিল বাংলাদেশের পুলিশবাহিনী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: বাংলাদেশ জুড়ে কর্মবিরতির ডাক দিলেন পুলিশকর্মীরা৷ দেশের একের পর এক থানায় হামলা, পুলিশকর্মীদের উপরে উন্মত্ত জনতার প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন৷ দেশের অধিকাংশ পুলিশ অফিসার এবং কর্মীই এই সংগঠনের সদস্য৷ ফলে বাংলাদেশে চলতে থাকা অরাজক পরিস্থিতির মধ্যে থাকা বাংলাদেশ কার্যত পুলিশ শূন্য হয়ে পড়ল৷ কর্মবিরতি চলা পর্যন্ত দেশের থানাগুলিও অচল হয়ে গেল৷
বাংলাদেশে আক্রান্ত পুলিশ৷ ফাইল ছবি, রয়টার্স
বাংলাদেশে আক্রান্ত পুলিশ৷ ফাইল ছবি, রয়টার্স
advertisement

গতকাল শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসার পর নতুন করে অশান্তি, হিংসা ছড়িয়েছে বাংলাদেশ জুড়ে৷ আওয়ামি লিগের নেতা, মন্ত্রী, জনপ্রতিনিধি তো বটেই, দেশের বিভিন্ন প্রান্তে পুলিশকর্মীদের উপরেও হামলা চালাচ্ছে উন্মত্ত জনতা৷ আজই কুমিল্লা জেলার তিতাস থানার দুই পুলিশকর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে৷ গতকালই বাংলাদেশের সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৩ জন পুলিশকর্মীকে হত্যার অভিযোগ ওঠে উন্মত্ত জনতার বিরুদ্ধে৷

advertisement

আরও পড়ুন: যশোরে আওয়ামি লিগ নেতার হোটেলে আগুন, জীবন্ত দগ্ধ ২৪ জন! জ্বলছে বাংলাদেশ

এই পরিস্থিতিতে এ দিন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত পুলিশকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে, ততক্ষণ পর্যন্ত পুলিশ বাহিনীর কর্মবিরতি চলবে৷

বাংলাদেশে ছাত্র আন্দোলনের শুরু থেকে পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সরকারের প্রতি অনুগতই ছিল বাংলাদেশের পুলিশবাহিনী৷ আন্দোলনরত ছাত্রদের সঙ্গে বার বার সংঘর্ষেও জড়িয়েছে তারা৷ এ দিনের বিবৃতিতে অবশ্য পুলিশকর্মীদের সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আন্দোননকারী ছাত্রদের উপরে গুলি চালাতে পুলিশকে বাধ্য করা হয়েছিল৷ এর জন্য পুলিশকর্মীদের সংগঠনের পক্ষ থেকে ক্ষমাও চাওয়া হয়েছে ওই বিবৃতিতে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

পুলিশবাহিনীর কর্মবিরতির ফলে কার্যত পুলিশ শূন্য হয়ে পড়েছে বাংলাদেশের প্রায় সব থানাই৷ এমন কি, রাস্তায় যানবাহন সামলানোর জন্য নেই ট্রাফিক পুলিশও৷ ফলে উন্মত্ত জনতা এবং দুষ্কৃতীদের হামলা, লুঠতরাজ আটকাতে এখন একমাত্র ভরসা বাংলাদেশের সেনাবাহিনী৷ এমন কি, রেল স্টেশন, বিমাবন্দরও পুলিশশূন্য হয়ে পড়েছে৷ যদিও পুলিশকর্মীদের কাজে ফেরার জন্য আবেদন করেছেন বাংলাদেশ পুলিশের আইজিপি৷ পুলিশের উপরে হামলা না চালানোর জন্যও সাধারণ মানুষকে অনুরোধ করেন তিনি৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh police strike: পুলিশ শূন্য বাংলাদেশ, হামলার প্রতিবাদে কর্মবিরতির ডাক! অরাজকতা থামাবে কে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল