TRENDING:

Bangladesh police strike: পুলিশ শূন্য বাংলাদেশ, হামলার প্রতিবাদে কর্মবিরতির ডাক! অরাজকতা থামাবে কে?

Last Updated:

বাংলাদেশে ছাত্র আন্দোলনের শুরু থেকে পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সরকারের প্রতি অনুগতই ছিল বাংলাদেশের পুলিশবাহিনী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: বাংলাদেশ জুড়ে কর্মবিরতির ডাক দিলেন পুলিশকর্মীরা৷ দেশের একের পর এক থানায় হামলা, পুলিশকর্মীদের উপরে উন্মত্ত জনতার প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন৷ দেশের অধিকাংশ পুলিশ অফিসার এবং কর্মীই এই সংগঠনের সদস্য৷ ফলে বাংলাদেশে চলতে থাকা অরাজক পরিস্থিতির মধ্যে থাকা বাংলাদেশ কার্যত পুলিশ শূন্য হয়ে পড়ল৷ কর্মবিরতি চলা পর্যন্ত দেশের থানাগুলিও অচল হয়ে গেল৷
বাংলাদেশে আক্রান্ত পুলিশ৷ ফাইল ছবি, রয়টার্স
বাংলাদেশে আক্রান্ত পুলিশ৷ ফাইল ছবি, রয়টার্স
advertisement

গতকাল শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসার পর নতুন করে অশান্তি, হিংসা ছড়িয়েছে বাংলাদেশ জুড়ে৷ আওয়ামি লিগের নেতা, মন্ত্রী, জনপ্রতিনিধি তো বটেই, দেশের বিভিন্ন প্রান্তে পুলিশকর্মীদের উপরেও হামলা চালাচ্ছে উন্মত্ত জনতা৷ আজই কুমিল্লা জেলার তিতাস থানার দুই পুলিশকর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে৷ গতকালই বাংলাদেশের সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৩ জন পুলিশকর্মীকে হত্যার অভিযোগ ওঠে উন্মত্ত জনতার বিরুদ্ধে৷

advertisement

আরও পড়ুন: যশোরে আওয়ামি লিগ নেতার হোটেলে আগুন, জীবন্ত দগ্ধ ২৪ জন! জ্বলছে বাংলাদেশ

এই পরিস্থিতিতে এ দিন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত পুলিশকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে, ততক্ষণ পর্যন্ত পুলিশ বাহিনীর কর্মবিরতি চলবে৷

বাংলাদেশে ছাত্র আন্দোলনের শুরু থেকে পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সরকারের প্রতি অনুগতই ছিল বাংলাদেশের পুলিশবাহিনী৷ আন্দোলনরত ছাত্রদের সঙ্গে বার বার সংঘর্ষেও জড়িয়েছে তারা৷ এ দিনের বিবৃতিতে অবশ্য পুলিশকর্মীদের সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আন্দোননকারী ছাত্রদের উপরে গুলি চালাতে পুলিশকে বাধ্য করা হয়েছিল৷ এর জন্য পুলিশকর্মীদের সংগঠনের পক্ষ থেকে ক্ষমাও চাওয়া হয়েছে ওই বিবৃতিতে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

পুলিশবাহিনীর কর্মবিরতির ফলে কার্যত পুলিশ শূন্য হয়ে পড়েছে বাংলাদেশের প্রায় সব থানাই৷ এমন কি, রাস্তায় যানবাহন সামলানোর জন্য নেই ট্রাফিক পুলিশও৷ ফলে উন্মত্ত জনতা এবং দুষ্কৃতীদের হামলা, লুঠতরাজ আটকাতে এখন একমাত্র ভরসা বাংলাদেশের সেনাবাহিনী৷ এমন কি, রেল স্টেশন, বিমাবন্দরও পুলিশশূন্য হয়ে পড়েছে৷ যদিও পুলিশকর্মীদের কাজে ফেরার জন্য আবেদন করেছেন বাংলাদেশ পুলিশের আইজিপি৷ পুলিশের উপরে হামলা না চালানোর জন্যও সাধারণ মানুষকে অনুরোধ করেন তিনি৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh police strike: পুলিশ শূন্য বাংলাদেশ, হামলার প্রতিবাদে কর্মবিরতির ডাক! অরাজকতা থামাবে কে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল