কলকাতা: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান হামলার আবহে আরও একটি ভয়াবহ ঘটনা সামনে এসেছে। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের একটি গ্রামে হিন্দু ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করার পর জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। গুরুতরভাবে দগ্ধ অবস্থায় খোকন দাস বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
advertisement
খোকন দাসের স্ত্রী সীমা দাস জানিয়েছেন, তাঁদের পরিবারের সঙ্গে কারও কোনও বিরোধ ছিল না। তিনি বলেন, “আমাদের কারও সঙ্গে কোনও শত্রুতা ছিল না। কেন আমার স্বামীকে এত নৃশংসভাবে লক্ষ্যবস্তু করা হল, আমি এখনও বুঝে উঠতে পারছি না।” তাঁর অভিযোগ, ধর্মীয় পরিচয়ের কারণেই এই হামলা হয়ে থাকতে পারে।
রিপোর্ট বলছে, সেই অবস্থাতেই পাশের এক পুকুরে ঝাঁপ দিয়ে ওই উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা পান খোকন। খোকনের স্ত্রী বলছেন, অভিযুক্ত ২ জনকে শণাক্ত করেছেন অসুস্থ খোকন। সীমা আরও বলছেন, ‘পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা করছে। আমি সরকারের কাছে সাহায্যের জন্য অনুরোধ করছি।’
এক স্থানীয় বাসিন্দা জানান, তাঁরা খুবই আতঙ্কে রয়েছেন এই মুহূর্তে। এদিকে, আহত খোকনের চোখে অপারেশন হয়েছে। তাঁকে ইনটেনসিভ কেয়ার-এ রাখা হবে। জানা গিয়েছে, খোকন দাস তাঁর গ্রামে ওষুধ ও মোবাইলের ব্যবসা করতেন। বুধবার দোকান থেকে বাড়ি ফেরার পথে তাঁর উপর এই হামলা হয়। আগুন লাগার পর তিনি কাছের একটি পুকুরে ঝাঁপিয়ে পড়ে আগুন নেভাতে সক্ষম হন, যার ফলে প্রাণে বেঁচে যান। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
