ঢাকা: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। এবার যশোরের মণিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ বৈরাগী (৪৩) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক তুষার কান্তি বৈরাগীর ছেলে।
সোমবার সন্ধ্যায় মনোহরপুর ইউনিয়নের কাপালিয়া বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কাপালিয়া বাজারে নিজের বরফকলে বসে ছিলেন রানা প্রতাপ। সেই সময় একটি মোটরবাইকে আসা অজ্ঞাতনামা তিন ব্যক্তি রানা প্রতাপের মাথায় গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মরদেহের পাশে তিনটি তাজা গুলি ও চারটি গুলির খোল পড়ে থাকতে দেখা গিয়েছে।
advertisement
প্রত্যক্ষদর্শীদের কথায়, আচমকাই গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। রানা প্রতাপ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করার আগেই মৃত্যু হয় বলে জানাচ্ছেন স্থানীয়রা। বাজার এলাকায় প্রকাশ্যে এই হত্যাকাণ্ডের জেরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দোকানপাট বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আকতার ফারুক মিন্টু জানান, কাপালিয়া বাজারে রানা প্রতাপের একটি বরফকল রয়েছে। হত্যাকাণ্ডের খবর পেয়ে মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এমদাদুল হক ও মণিরামপুর থানার ওসি রাজিউল্লাহ খান ঘটনাস্থলে যান।
