গণধর্ষণের ঘটনাটি ঘটেছে কালিগঞ্জে। পুলিশকে দেওয়া নিজের অভিযোগপত্রে ওই মহিলা জানিয়েছেন, শাহিন এবং তাঁর ভাইয়ের কাছ থেকে কালিগঞ্জে একটি দোতলা বাড়ি সহ জমি কিনেছিলেন তিনি৷ সেই বাড়ি কেনার পর থেকেই শাহিন নামের ওই ব্যক্তি তাঁকে নানা ভাবে হেনস্থা করতে থাকে বলে অভিযোগ৷ বারবার কুপ্রস্তাব দেয়৷ তিনি কুপ্রস্তাব ফিরিয়ে দেওয়ায় সমস্যা বাড়ে৷ এরপর সম্প্রতি তাঁর বাড়িতে এক আত্মীয় এসেছিল, সেই সময় শাহিন এবং তাঁর এক সহযোগী ওই মহিলার বাড়িতে জোর করে ঢুকে তাঁর গণধর্ষণ করে৷
advertisement
এরপর তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করেন অভিযুক্তেরা৷ দিতে না পারায় তাঁর আত্মীয়েরও যৌন হেনস্থা করে তারা৷ তারপর ওই মহিলাকে গাছে ঝুলিয়ে তাঁর চুল কেটে দেয়৷ গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি News18Bangla)
সম্প্রতি বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর ঘটনার পর থেকে বাংলাদেশে হিংসার পরিস্থিতি তৈরি হয়৷ দীপু দাসের হত্যা শিহরণ তৈরি করে সর্বত্র৷
আরও পড়ুন : ‘এখন তো এটাই জীবন,’ সুপ্রিম কোর্টে জামিন আর্জি খারিজের পরে সঙ্গীকে যা বললেন উমর খালিদ
তারপরে গত ৩১ ডিসেম্বর বাংলাদেশের শরিয়তপুর জেলার তিলোই গ্রামে তাঁকে মারধর, কোপানোর পরে গায়ে আগুন লাগিয়ে দেয় স্থানীয় উন্মত্ত জনতা৷ খোকন স্থানীয় এলাকায় একটি ওষুধের দোকান চালাতেন৷ গত ৩১ ডিসেম্বর দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি৷ পথে তাঁকে ঘিরে ধরে একদল লোক৷ চলে বেধড়ক মারধর, ধারাল অস্ত্র দিয়ে কোপানে হয়৷ তারপর গায়ে লাগিয়ে দেওয়া হয় আগুন৷ হামলার পরে অভিযুক্তেরা পালিয়ে যায়৷ প্রাথমিক ভাবে পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচেছিলেন খোকন৷ তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পরে অবস্থার অবনতি হলে তাঁকে পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজে৷ সেখানে গত শনিবার মৃত্যু হয় তাঁর৷
