সোমবার দুপুর নাগাদ ঢাকার সোনাডাঙা এলাকার একটি ফ্ল্যাটে মোতালেবকে গুলু করা হয়৷ দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানা গিয়েছে৷
খুলনা পুলিশের উপ-কমিশনার মোহম্মদ তাজুল ইসলাম বলেন, “প্রাথমিক তদন্তে পাওয়া গেছে, তারা এখানে অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন এবং নিজেদের মধ্যে সমস্যার কারণেই এই ঘটনা ঘটেছে।”
advertisement
মোতালেব শিকদার (৪২) সোনাডাঙা শেখপাড়া পল্লি মঙ্গল স্কুল এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশের জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক।
সোনাডাঙা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল জানান, ঘটনার পর পরই উপস্থিত জনতা মোতালেবকে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যান। পরে তাঁর মাথার সিটি স্ক্যান করার জন্য তাঁকে সিটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, “গুলিটি তাঁর বাম কানের চামড়া ভেদ করে বের হয়ে গেছে। এতে রক্তক্ষরণ হলেও তিনি প্রাণে বেঁচে যান।”
