TRENDING:

Bangladesh ISKCON situation: এবার ইসকনকে নিষিদ্ধ করার দাবি, মামলা হল বাংলাদেশের হাইকোর্টে! আদালতে কী বলল ইউনূস সরকার?

Last Updated:

মণিরুজ্জামান নামে একজন আইনজীবী বিচারপতি ফারাহ মেহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে এই আবেদন করেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: এবার ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য আবেদন জমা পড়ল বাংলাদেশের হাইকোর্টে৷ যদিও এ বিষয়ে কোনও নির্দেশ জারি করার আগে বাংলাদেশ সরকারের মতামত চেয়েছে হাইকোর্ট৷
ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে ফের অশান্ত বাংলাদেশ৷ ছবি-এপি
ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে ফের অশান্ত বাংলাদেশ৷ ছবি-এপি
advertisement

এর পাশাপাশি চট্টগ্রাম এবং রংপুরেও জরুরি অবস্থা জারি করার জন্য আর্জি জানানো হয়েছে এই আবেদনে৷ মণিরুজ্জামান নামে একজন আইনজীবী বিচারপতি ফারাহ মেহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে এই আবেদন করেন৷ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের মদতেই এই মামলা হয়েছে বলে খবর৷

আরও পড়ুন: জন্ম কলকাতায়, সোনালি দিন ফেরাতে ডোনাল্ড ট্রাম্পের বাজি এক বাঙালি! কে এই জয় ভট্টাচার্য?

advertisement

ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে এই মুহূর্তে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ৷ গতকাল আদালতে পেশ করা হলেও ইসকনের এই সন্ন্যাসীর জামিনের আর্জি খারিজ হয়ে যায়৷ চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনেছে বাংলাদেশ সরকার৷

বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান আদালতে জানান, কিছু মানুষ বাংলাদেশে অস্থিরতা তৈরি করার চেষ্টা চালাচ্ছে৷ সাম্প্রতিক এই ইস্যু নিয়ে সরকার দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবে৷ তিনি আরও দাবি করেছেন, অশান্তিতে লাগাম টানতে বাংলাদেশ সরকার জাতীয় সংহতি গড়ে তোলার চেষ্টা করছে৷

advertisement

তবে বাংলাদেশ হাইকোর্ট জানিয়ে দিয়েছে, তারা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন৷ ইসকনকে কেন্দ্র করে কী পদক্ষেপ করা হয়েছে এবং ইসকনকে কেন্দ্র করে সাম্প্রতিক কী কী পরিস্থিতি তৈরি হয়েছে, আগামিকালের মধ্যে সরকারকে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার৷

ইসকনকে নিষিদ্ধ করার এই আবেদনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোটের নেতা মৃত্যুঞ্জয়কুমার রায়৷ তিনি জানান, ইসকন একটি শান্তিকামী সংগঠন যারা শ্রীকৃষ্ণের কথা প্রচার করে এবং গরিব মানুষের জন্য কাজ করে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

গত ২৫ নভেম্বর ঢাকা বিমানবন্দরে গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে৷ তাঁর গ্রেফতারির প্রতিবাদে পথে নামেন বাংলাদেশের হিন্দুরা৷ গতকাল চিন্ময়কৃষ্ণ দাসকে আদালতে পেশ করার সময় তাঁর অনুগামী এবং ভক্তদের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নেয় চট্টগ্রামের আদালত চত্বর৷ অশান্তির মধ্যে পড়ে মৃত্যু হয় এক আইনজীবীর৷ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করে কড়া বিবৃতি দিয়েছে ভারত৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh ISKCON situation: এবার ইসকনকে নিষিদ্ধ করার দাবি, মামলা হল বাংলাদেশের হাইকোর্টে! আদালতে কী বলল ইউনূস সরকার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল