এর পাশাপাশি চট্টগ্রাম এবং রংপুরেও জরুরি অবস্থা জারি করার জন্য আর্জি জানানো হয়েছে এই আবেদনে৷ মণিরুজ্জামান নামে একজন আইনজীবী বিচারপতি ফারাহ মেহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে এই আবেদন করেন৷ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের মদতেই এই মামলা হয়েছে বলে খবর৷
আরও পড়ুন: জন্ম কলকাতায়, সোনালি দিন ফেরাতে ডোনাল্ড ট্রাম্পের বাজি এক বাঙালি! কে এই জয় ভট্টাচার্য?
advertisement
ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে এই মুহূর্তে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ৷ গতকাল আদালতে পেশ করা হলেও ইসকনের এই সন্ন্যাসীর জামিনের আর্জি খারিজ হয়ে যায়৷ চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনেছে বাংলাদেশ সরকার৷
বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান আদালতে জানান, কিছু মানুষ বাংলাদেশে অস্থিরতা তৈরি করার চেষ্টা চালাচ্ছে৷ সাম্প্রতিক এই ইস্যু নিয়ে সরকার দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবে৷ তিনি আরও দাবি করেছেন, অশান্তিতে লাগাম টানতে বাংলাদেশ সরকার জাতীয় সংহতি গড়ে তোলার চেষ্টা করছে৷
তবে বাংলাদেশ হাইকোর্ট জানিয়ে দিয়েছে, তারা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন৷ ইসকনকে কেন্দ্র করে কী পদক্ষেপ করা হয়েছে এবং ইসকনকে কেন্দ্র করে সাম্প্রতিক কী কী পরিস্থিতি তৈরি হয়েছে, আগামিকালের মধ্যে সরকারকে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার৷
ইসকনকে নিষিদ্ধ করার এই আবেদনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোটের নেতা মৃত্যুঞ্জয়কুমার রায়৷ তিনি জানান, ইসকন একটি শান্তিকামী সংগঠন যারা শ্রীকৃষ্ণের কথা প্রচার করে এবং গরিব মানুষের জন্য কাজ করে৷
গত ২৫ নভেম্বর ঢাকা বিমানবন্দরে গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে৷ তাঁর গ্রেফতারির প্রতিবাদে পথে নামেন বাংলাদেশের হিন্দুরা৷ গতকাল চিন্ময়কৃষ্ণ দাসকে আদালতে পেশ করার সময় তাঁর অনুগামী এবং ভক্তদের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নেয় চট্টগ্রামের আদালত চত্বর৷ অশান্তির মধ্যে পড়ে মৃত্যু হয় এক আইনজীবীর৷ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করে কড়া বিবৃতি দিয়েছে ভারত৷