আরও পড়ুন-এক সপ্তাহেই বিনিয়োগকারীকে করেছে মালামাল; ৯৫ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে এই স্টক!
‘এমভি-১০ অভিযান’ নামের লঞ্চটি ঢাকা থেকে বরগুনার উদ্দেশে রওনা হয়েছিল ৷ সুগন্ধী নদীর উপর দিয়ে যাওয়ার সময়েই লঞ্চে আগুন লেগে যায় ৷ ভয়াবহ আগুনে পালাবার পথ পায়নি কেউই ৷ পুড়েই মৃত্যু হয়েছে অধিকাংশের ৷ আহতদের বেশিরভাগেরই শরীরের বেশির ভাগ অংশ ঝলসে গিয়েছে ৷ অনেক যাত্রীরাই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচে যান ৷ বেশ কয়েকজন যাত্রী এখনও নিখোঁজ ৷ তাদের খোঁজ চলছে ৷ অনেকেই সাঁতার জানতেন না, কিন্তু আগুনের ভয় নদীতে ঝাঁপ দেন ৷
advertisement
আরও পড়ুন-এবার ছুরির আঘাত থেকে প্রাণ বাঁচাবে এই টি-শার্ট ! যত ধারালোই হোক, হবে না কিছুই
আগুন লাগার বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছে দমকলের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে নেমে পড়ে ৷ আধ ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে ৷ কিন্তু ঘন কুয়াশায় ভোরবেলা আগুন নেভানোর কাজ করতে ভালোমতোই সমস্যায় পড়েন দমকলকর্মীরা ৷ আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় ৷ তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, লঞ্চের ইঞ্জিন থেকেই আগুন লেগেছে ৷