আরও পড়ুনঃ বাংলাদেশে আজ ভোট, কত আসনে? সরকার গঠনেই বা কত সিট প্রয়োজন? হাসিনার বড় চ্যালেঞ্জ
রবিবার, সকালবেলাই ভোট দিতে হাজির হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সংবাদমাধ্যম খবর অনুযায়ী, ভোট শুরুর কিছু ক্ষণের মধ্যেই রাজধানী ঢাকার সিটি কলেজ কেন্দ্রে গিয়ে শেখ হাসিনা ভোট দেন। তাঁর সঙ্গে উপস্থিক ছিলেন সেই আসনের তারকা প্রার্থী, অভিনেতা ফিরদৌস আহমেদ। তা ছাড়াও, মায়ের সঙ্গে ভোটগ্রথণ কেন্দ্রে দেখা যায় কন্যা সায়মা ওয়াজেদ, হাসিনার বোন শেখ রেহানা এবং তাঁর পুত্র রাদওয়ান মুজিবকে।
advertisement
ভোট দিয়ে বেরিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদমধ্যমকে জানান যে, দেশের জনগণের উপর তাঁর আস্থা রয়েছে। তাঁর দলেরই জয় হবে বলে তিনি নিশ্চিত। নৌকার উপর আস্থা রেখেছেন সাধারণ মানুষ দাবি প্রধানমন্ত্রীর। অপরদিকে, শনিবার সকাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল (ধর্মঘট) শুরু করেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল। তা চলবে সোমবার পর্যন্ত। এই প্রসঙ্গে হাসিনা রবিবার বলেন, ‘‘বিএনপি সন্ত্রাসী দল, বাংলাদেশের মানুষ তাঁদের হরতালের তালে নাচে না।’’
নির্বাচনের কিছুদিন আগে থেকেই শুরু আশান্ত বাংলাদেশ। নির্বাচন অবাধ এবং সুষ্ঠু ভাবে করার জন্য বুধবার সেনাবাহিনীকে নামিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন। সারা দেশে এক লক্ষ ৭৪ হাজার কর্মী নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।