রবিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হওয়ার কথা। সেই মতো সকাল সকাল ভোটারদের লাইন দেখা যায় বুথে বুথে। এবারে জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৩ লক্ষ, ৩৩ হাজার ১৫৭। পুরুষ ভোটার ৬ কোটি ৫ লক্ষ ৯২ হাজার ১৬৯। আর মহিলা ভোটার রয়েছেন ৫ কোটি ৮৭ লক্ষ ৪০ হাজার ১৪০ জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৪৮। নির্বাচন কমিশনে মোট রেজিস্টার্ড দলের সংখ্যা ৪৪। নির্বাচনে অংশ নিচ্ছে ২৮টি রাজনৈতিক দল। বিএনপি-সহ বাকি দল এবং আরও কিছু বিরোধী দল নির্বাচন বয়কট করেছে।
advertisement
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই হিংসা বাড়ছে বাংলাদেশে। রবিবার চট্টগ্রামে নগরীর চান্দগাঁও এলাকায় ভোটবিরোধী মিছিলে নামে বিএনপি। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান খালেদা জিয়ার দলের কর্মীরা। এই ঘটনায় জখম হন ১৫ জন। সংঘর্ষের পাশাপাশি অভিযোগ উঠেছে, মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রর পাশেই আওয়ামি লিগের প্রার্থী মৃণালকান্তি দাসের এক সমর্থককে কুপিয়ে খুন করারও। নির্বাচন প্রক্রিয়া রুখে দেওয়ার ডাক আগেই দিয়েছে বিএনপি-জামাত-সহ সমমনা দলগুলি। নির্বিঘ্নে ভোটপর্ব শেষ করতে মরিয়া প্রশাসন ও নির্বাচন কমিশন।