বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, হাসানের বিচারপতির পদ থেকে ইস্তফার দাবিতে শনিবার আন্দোলন করে কয়েকশো ছাত্রী। ঢাকায় হাই কোর্ট ভবনের সামনে অবস্থান বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা।
advertisement
আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়েছিলেন, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে। সূত্রের খবর অনুযায়ী, চাপের মুখেই পদত্যাগ করেন ৬৫ বছর বয়সী বিচারক। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে পরামর্শ করেনই এই সিদ্ধান্ত নেন তিনি।
আরও পড়ুন: ক্যানসারে সদ্য মৃত স্ত্রী, একাধিক বিয়ে! নিজেকে পুলিশকর্মী পরিচয় দিত আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয়
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারও পদত্যাগ করেছেন। কিন্তু পদের গুরুত্ব বিবেচনা করে তার পদত্যাগ গৃহীত হয়নি বলে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন। কয়েক দিন আগে চারজন ডেপুটি গভর্নরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। প্রায় ৩০০ থেকে ৪০০ ব্যাঙ্ক কর্মী পদত্যাগ করতে বাধ্য হন।