আমেরিকার রাজ্য মেরিল্যান্ড থেকে দাবানল ছড়িয়েছিল কানাডায়। তবে পশ্চিমাঞ্চলীয় প্রদেশে আগুন নিয়ন্ত্রণে এলেও জ্বলছে পূর্ব প্রান্ত। কানাডার দাবানলের ধোঁয়ায় দমবন্ধ অবস্থা পড়শি আমেরিকারও। ধোঁয়ায় ঢেকেছিল নিউ ইয়র্কের স্ট্যাটু অফ লিবার্টি। দাবানলের ধোঁয়া ছড়িয়েছিল নরওয়েতেও। এমনকি, তা ইউরোপের দক্ষিণাঞ্চলেও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল।
আরও পড়ুন: ফের কলকাতা শহরে ইডির বড় রেইড, ফ্ল্যাট-কারখানা সহ নানান জায়গায় হানা! তোলপাড়
advertisement
আর এই বিষয়টি নিয়েই NASA-র নেতৃত্বাধীন সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, যদি বিশ্বব্যাপী তাপমাত্রা বাড়তে থাকে এবং প্রাক-শিল্প স্তরের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে থাকে, সেক্ষেত্রে সারা বিশ্বের মানুষ একসঙ্গে বেশ কয়েকটি জলবায়ু পরিবর্তনের ঘটনা ঘটবে এবং সেগুলির প্রভাবের সম্মুখীন হতে পারে।
আরও পড়ুন: ১০ টাকার বাসভাড়া হঠাৎ হয়ে গেল ৮৫ টাকা! মাথায় হাত নিত্যযাত্রীদের
ওই গবেষণা থেকে জানা গিয়েছে যে, এর ফলে বিশ্বের জনসংখ্যার এক চতুর্থাংশেরও বেশি মানুষ প্রতি বছর তীব্র গরমের সম্মুখীন হতে পারে। আরও আশঙ্কা, এটি অ্যামাজনের মতো এলাকাকে বিপজ্জনকভাবে উচ্চ তাপমাত্রা এবং খরার দিকে নিয়ে যেতে পারে। পাশাপাশি দাবানলের ঝুঁকিও বৃদ্ধি পেতে পারে। সমীক্ষায় দেখা গেছে, বিশ্বের বেশিরভাগ অঞ্চল আরও বেশি তাপ অনুভব করবে। পাশাপাশি বিষুব রেখার কাছাকাছি দেশগুলিতেও গরমের দিন বাড়বে। সামগ্রিকভাবে এই গবেষণার ফলাফলগুলি জলবায়ুর পরিবর্তনের বিপজ্জনক প্রভাবগুলি কমাতে বিশ্বব্যাপী সঠিক পদক্ষেপের জরুরী প্রয়োজনের দিকেই নির্দেশ করেছে।