Bus Fare: ১০ টাকার বাসভাড়া হঠাৎ হয়ে গেল ৮৫ টাকা! মাথায় হাত নিত্যযাত্রীদের
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
Bus Fare: প্রশাসনের নির্দেশ অনুসারে কংসাবতী নদীর উপর বীরেন্দ্র সেতুকে ৯৬ ঘন্টা ধরে বন্ধ করে রাখা হয়েছে।
খড়গপুর: মেদিনীপুর থেকে খড়গপুর যাওয়া এবং খড়গপুর থেকে মেদিনীপুর ফেরার ক্ষেত্রে বহু যাত্রীরই ভরসা একমাত্র বাস। কিন্তু সেই যাতায়াতেই শুরু হয়েছে বড়সড় সমস্যা। সামান্য টাকা খরচ করে যে পথ পেরোনো যেত, সেই পথেই করতে হচ্ছে অনেকখানি টাকা খরচ। আসলে সম্প্রতি পশ্চিম মেদিনীপুর এবং খড়গপুরকে সংযোগ করে যে সেতু অর্থাৎ দেশপ্রাণ বীরেন্দ্র সেতু আগামী ২১ অগাস্ট রাত ১১ টা পর্যন্ত বন্ধ থাকছে।
প্রশাসনের নির্দেশ অনুসারে কংসাবতী নদীর উপর বীরেন্দ্র সেতুকে ৯৬ ঘন্টা ধরে বন্ধ করে রাখা হয়েছে। মেদিনীপুর এবং খড়গপুর সংযোগকারী এই একমাত্র সেতুটি বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে গুনতে হচ্ছে অনেকটাই বেশি বাসভাড়া।
advertisement
১৩ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় বীরেন্দ্র সেতুর উপর দিয়ে মেদিনীপুর থেকে খড়গপুর পৌঁছতে। এই পথের বেসরকারি বাস ভাড়া ছিল ১৪ টাকা এবং সরকারি বাসে করে গেলে লাগত ১০ টাকা। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে কেশপুর, দাসপুর, মেছোগ্রাম হয়ে খড়গপুর পৌঁছতে প্রায় ১৩০ কিলোমিটার পথ অতিক্রম করতে হচ্ছে। আর এই দীর্ঘ পথ অতিক্রম করতে আমজনতাকে গুনতে হচ্ছে ৮৫ টাকা।
advertisement
তা অবশ্য বেসরকারি বাসে। সরকারি বাসে সেই ভাড়া ৭২ টাকা। যদিও বাস ভাড়া অনেকটা বাড়লেও একটি বাসে যাওয়া যাচ্ছে না খড়গপুর থেকে মেদিনীপুর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 21, 2023 1:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bus Fare: ১০ টাকার বাসভাড়া হঠাৎ হয়ে গেল ৮৫ টাকা! মাথায় হাত নিত্যযাত্রীদের