TRENDING:

Baltimore bridge collapse: আমেরিকায় সেতু বিপর্যয়, নায়কের মর্যাদা পাচ্ছেন ঘাতক জাহাজের ভারতীয় নাবিকরা! কেন?

Last Updated:

এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬ জন নিখোঁজ বলে জানা গিয়েছে৷ দু্র্ঘটনার মুহূর্তের ভিডিওতে দেখা গিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত দেডটা নাগাদ বাল্টিমোরের ওই সেতুর পিলারে ধাক্কা মারে ডালি নামে সিঙ্গাপুরের ওই পণ্যবাহী জাহাজটি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাল্টিমোর: আমেরিকার বাল্টিমোরে যে জাহাজের ধাক্কায় তিন কিলোমিটার দীর্ঘ সেতু ভেঙে পড়ে, সেটির নাবিকদের দলে থাকা ২২ জন সদস্যই ভারতীয়৷ ভয়ঙ্কর এই দুর্ঘটনার জন্য প্রাথমিক ভাবে জাহাজটিকে দায়ী করা হলেও সেটির পরিচালনার দায়িত্বে থাকা এই ভারতীয় নাবিকদের দলকেই প্রশংসায় ভরিয়ে দিচ্ছে বাল্টিমোরের স্থানীয় প্রশাসনের কর্তারা৷ তাঁদের মতে, যথাযথ সময়ে জাহাজের কর্মীরা সতর্কবার্তা পাঠানোর কারণেই প্রচুর প্রাণহানি এড়ানো গিয়েছে৷
এভাবেই জাহাজের ধাক্কায় ভেঙে পড়ে সেতু৷ ছবি-এপি
এভাবেই জাহাজের ধাক্কায় ভেঙে পড়ে সেতু৷ ছবি-এপি
advertisement

এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬ জন নিখোঁজ বলে জানা গিয়েছে৷ দু্র্ঘটনার মুহূর্তের ভিডিওতে দেখা গিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত দেডটা নাগাদ বাল্টিমোরের ওই সেতুর পিলারে ধাক্কা মারে ডালি নামে সিঙ্গাপুরের ওই পণ্যবাহী জাহাজটি৷ সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে পাতাপস্কো নদীতে ভেঙে পড়ে প্রায় তিন কিলোমিটার লম্বা ফ্রান্সিস কট কি ব্রিজ৷ সেই সময় সেতুর উপরে থাকা কয়েকটি গাড়িও নদীতে পড়ে যায়৷ সেতুর রাস্তা মেরামতে ব্যস্ত কয়েকজন শ্রমিকও নদীতে তলিয়ে যান৷

advertisement

আরও পড়ুন: বাবা কয়েকশো কোটির মালিক, কুড়ি বছর জানতেই পারেনি ছেলে! কারণ জানলে তাজ্জব হয়ে যাবেন

যদিও মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুরি জানিয়েছেন, জাহাজের কর্মীদের বুদ্ধিমত্তার কারণেই বহু প্রাণহানি আটকে দেওয়া সম্ভব হয়েছে৷ তিনি জানান, যান্ত্রিক গোলযোগ দেখা গিয়েছে বলে আগে ভাগেই সতর্কবার্তা দেন পণ্যবাহী জাহাজটির দায়িত্বে থাকা ভারতীয় নাবিকরা৷ জাহাজ যে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে ধাক্কা মারতে পারে,সেই আশঙ্কার কথাও বলা হয়েছিল৷ এই সতর্কবার্তা পেয়েই পুলিশের পক্ষ থেকে ওই সেতুতে যাওয়ার রাস্তা দু দিক থেকে বন্ধ করে দেওয়া হয়৷ তা না হলে আরও ক্ষয়ক্ষতি আরও বড় আকার নিতে পারত৷

advertisement

মেরিল্যান্ডের গভর্নর বলেন, জাহাজের দায়িত্বে থাকা নাবিক এবং কর্মীরাই প্রকৃত নায়ক৷ তাঁরা অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
বারাসাতে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী! দেবী আসনে 'কৃষ্ণকালী', বাড়ি বসেই দর্শন করুণ
আরও দেখুন

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, নদী থেকে দু জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে৷ এখনও ৬ জন নিখোঁজ রয়েছেন৷ ডালি নামে ৯৪৮ ফুট দীর্ঘ বিশাল ওই জাহাজটি বাল্টিমোর থেকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেওয়ার পরই এই দুর্ঘটনা ঘটে৷ তবে জাহাজের নাবিক এবং কর্মীরা প্রত্যেকেই নিরাপদে আছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Baltimore bridge collapse: আমেরিকায় সেতু বিপর্যয়, নায়কের মর্যাদা পাচ্ছেন ঘাতক জাহাজের ভারতীয় নাবিকরা! কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল