TRENDING:

Pakistan Army Attacked: ৫১ জায়গায় ৭১ বার হামলা! একা ভারত নয়, গত কয়েকদিনে পাক সেনাকে নাস্তানাবুদ করল আর কারা?

Last Updated:

পাকিস্তানি সেনা এবং আএসআই-কে জঙ্গিদের প্রজনন ক্ষেত্র বলেও তীব্র কটাক্ষ করেছে বিএলএ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোয়েটা: একদিকে ঘুরে ঢুরে সফল হামলা চালিয়ে আসছে ভারতীয় সশস্ত্র বাহিনী৷ ধ্বংস হচ্ছে একের পর বিমানঘাঁটি৷ সীমান্তেও ভারতের পাল্টা জবাবে বড়সড় ক্ষয়ক্ষতির মুখে পাকিস্তানি সেনা৷
বালোচিস্তানে বার বার হামলার মুখে পাক সেনা৷ ছবি-এএফপি
বালোচিস্তানে বার বার হামলার মুখে পাক সেনা৷ ছবি-এএফপি
advertisement

এই পরিস্থিতিতে ঘরের ভিতরেই আরও বড় বিপদে পাকিস্তান৷ বালোচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ এবার বিবৃতি দিয়ে দাবি করল, গত কয়েকদিনে পাকিস্তানি সেনার উপরে ৫১টি জায়গায় ৭১বার হামলা চালিয়েছে তারা৷ ভারত-পাক উত্তেজনা যখন চড়ছিল, সেই সময়ই বালোচিস্তানের মধ্যেই বিভিন্ন জায়গায় এই হামলাগুলি চলেছে বলে বিএলএ-এর বিবৃতিতে দাবি করা হয়েছে৷

আরও পড়ুন: আইএনএস বিক্রান্ত কোথায়? জানতে চেয়ে ফোন এল নৌবাহিনীর দফতরে, সন্দেহ হতেই বিরাট ফন্দি ফাঁস!

advertisement

বিএলএ দাবি করেছে, পাকিস্তানের সেনা কনভয়, গোয়েন্দা দফতর এবং খনিজ পদার্থ বহনকারী ট্রাকগুলির উপরে এই হামলা চালানো হয়েছে৷ ওই বিবৃতিতে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বিএলএ দাবি করেছে, ভবিষ্যতে যুদ্ধ পরিস্থিতির জন্য তাদের বাহিনী কতটা প্রস্তুত, তা পরখ করে নিতেই এই হামলাগুলি চালানো হয়েছে৷

অদূর ভবিষ্যতে পাকিস্তানের থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করাই যে তাদের লক্ষ্য, পৃথক একটি বিবৃতিতে তা স্পষ্ট করে দিয়েছে বিএলএ৷ অন্য কোনওদেশের হয়ে তারা পাকিস্তানের সঙ্গে ছায়াযুদ্ধ করছে না বলেও দাবি করেছে বিএলএ৷

advertisement

বিবৃতিতে বলা হয়েছে, ‘বালোচ ন্যাশনাল রেজিসস্ট্যান্স-কে কোনও ছদ্ম রাষ্ট্র বা শক্তি হিসেবে যে ধারণা প্রচারের চেষ্টা চলছে আমরা তার তীব্র বিরোধিতা করছি৷ বিএলএ কোনও নীরব দর্শক নয়৷ এই অঞ্চলের বর্তমান এবং ভবিষ্যতের রাজনৈতিক, সামরিক এবং কৌশগত গঠনে আমাদের যথাযথ ভূমিকা ছিল এবং থাকবে৷ অদূর ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার মধ্যে তাদের সংগঠন নির্ণায়ক ভূমিকা নেবে বলেও এই বিবৃতিতে দাবি করেছে বিএলএ৷’

advertisement

পাকিস্তানি সেনা এবং আএসআই-কে জঙ্গিদের প্রজনন ক্ষেত্র বলেও তীব্র কটাক্ষ করেছে বিএলএ৷ পাকিস্তান সরকারকে নিশানা করে বলা হয়েছে, ‘এটা এমন দেশ যাদের হাতে রক্তমাখা রয়েছে এবং এদের প্রতিটি প্রতিশ্রুতির গায়ে সেই রক্তের দাগ লেগেছে৷’

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুমে মানবিকতার উষ্ণ পরশ! ভবঘুরেদের জন্য ডানলপে খোল হল 'মানবতার দেওয়াল'
আরও দেখুন

ভারত সহ গোটা বিশ্বের কাছেই সামরিক, কূটনৈতিক এবং রাজনৈতিক সমর্থনের চেয়ে আবেদন করেছে বিএলএ৷ তারা দাবি করেছে, একমাত্র তাহলেই শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী এবং স্বাধীন বালোচিস্তান প্রতিষ্ঠা করা সম্ভব৷ পরমাণু শক্তিধর পাকিস্তানের যা মনোভাব, তাতে পাকিস্তানকে সহ্য করলে অন্য অনেক দেশের অস্তিত্বরক্ষাই বিপদে পড়ে যাবে বলেও সাবধান করেছে বিএলএ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Army Attacked: ৫১ জায়গায় ৭১ বার হামলা! একা ভারত নয়, গত কয়েকদিনে পাক সেনাকে নাস্তানাবুদ করল আর কারা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল