TRENDING:

Iran Israel Clash: মৃত্যু ভয় গ্রাস করেছে খামেনেইকে, উত্তরাধিকারি বেছে নিলেন ইরানের সর্বোচ্চ নেতা! তালিকায় নেই পুত্র মোজতাবা

Last Updated:

ইরানের ওই সরকারি আধিকারিকরাই দাবি করেছেন, ইজরায়েল অথবা আমেরিকার হাতে যে তাঁর মৃত্যু হতে পারে, সেই আশঙ্কা খামেনেই নিজেও করছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইজরায়েল তাঁকে হত্যার হুমকি দিচ্ছে৷ একই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও৷ এই পরিস্থিতিতে তাঁর উত্তরাধিকারী কে হবে, তা জানিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনেই৷ বাঙ্কারে লুকিয়ে থাকা অবস্থাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দ্য নিউ ইয়র্ক টাইমস-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে৷
উত্তরাধিকারি বেছে নিলেন খামেনেই৷
উত্তরাধিকারি বেছে নিলেন খামেনেই৷
advertisement

ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিজের উত্তরাধিকারী হিসেবে তিন জন মুসলিম ধর্মগুরুকে বেছে নিয়েছেন খামেনেই৷ তবে এই তালিকায় নিজের ছেলে মোজতাবাকে রাখেননি তিনি৷ এতদিন শোনা যাচ্ছিল, ইরানের পরবর্তী শাসক হিসেবে মোজাতাবাকে তৈরি করা হচ্ছে৷ ইরানের সরকারি আধিকারিকদের উদ্ধৃত করেই এই দাবি করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস৷

শুধু নিজের উত্তরাধিকারী নয়, ইজরায়েলের হামলায় ইরান সেনার যে কম্যান্ডাররা নিহত হয়েছেন, তাঁদের স্থলাভিষিক্ত কারা হবেন, সেই তালিকাও খামেনেই তৈরি করছেন বলে খবর৷

advertisement

ইরানের ওই সরকারি আধিকারিকরাই দাবি করেছেন, ইজরায়েল অথবা আমেরিকার হাতে যে তাঁর মৃত্যু হতে পারে, সেই আশঙ্কা খামেনেই নিজেও করছেন৷ সেই কারণেই তড়িঘড়ি নিজের উত্তরসূরির নাম চূড়ান্ত করতে চান খামেনেই৷ একান্তই ইজরায়েল বা আমেরিকার হামলায় তাঁর মৃত্যু হলে তিনি নিজেকে শহিদ বলেই মনে করবেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন খামেনেই৷

advertisement

ইরানে ধর্মগুরুদের একটি গোষ্ঠী দেশের সর্বোচ্চ নেতাকে নিযুক্ত করেন৷ তিনি যে তিন জনের নাম বেছে নিয়েছেন, তাঁদের মধ্যে একজনকে দ্রুত পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়ার জন্য ধর্মগুরুদের নির্দেশ দিয়েছেন খামেনেই৷ সাধারণত ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে এক মাসের বেশি সময় লাগে৷ সম্ভাবন্য প্রার্থীদের নিয়ে বিস্তর আলোচনার পরই নতুন শাসকের নাম চূড়ান্ত করা হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একাধিকবার জঙ্গলমহলে বাঘ, দু'বার মৃত্যু! জঙ্গলমহলে আসার কারণ কী? জানুন
আরও দেখুন

কিন্তু বর্তমানে দেশে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তাঁর অবর্তমানেও ইরানের অস্তিত্ব রক্ষা করাকেই অগ্রাধিকার দিচ্ছেন খামেনেই৷ সেই কারণেই দ্রুত নিজের উত্তরসূরির নাম চূড়ান্ত করে রাখতে চান ইরানের সর্বোচ্চ নেতা৷ যাতে তাঁর কিছু হয়ে গেলে খামেনেইয়ের উত্তরাধিকারিই দেশের হাল ধরতে পারেন৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কয়েকদিন আগে হুমকি দিয়েছিলেন, যে চাইলেই তাঁরা খামেনেইকে তাঁর গোপন ডেরা থেকে খুঁজে বের করে প্রাণে মারতে পারেন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran Israel Clash: মৃত্যু ভয় গ্রাস করেছে খামেনেইকে, উত্তরাধিকারি বেছে নিলেন ইরানের সর্বোচ্চ নেতা! তালিকায় নেই পুত্র মোজতাবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল