TRENDING:

মাতৃস্নেহকে কুর্নিশ! মেয়েকে মাতৃত্বের স্বাদ দিতে জরায়ু দান করবেন প্রৌঢ়া মা

Last Updated:

Uterus Transplantation : ২৯ বছর বয়সি কার্স্টি সন্তানধারণের ক্ষমতা হারিয়ে ফেলেন৷ কিন্তু তিনি আবার মা হতে চান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সন্তানের প্রতি মায়ের নিঃশর্ত ভালবাসা বার বার বন্দিত হয়ে এসেছে৷ সে কথাই আরও এক বার প্রমাণ করলেন অস্ট্রেলীয় মা, মিশেল৷ তিনি নিজের ইউটেরাস দান করতে চান৷ যাতে তাঁর মেয়ে কার্স্টি ব্রায়ান্ট মা হতে পারেন৷ গত বছর প্রথম বার মা হন কার্স্টি৷ কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর জরুরিকালীন ভিত্তিতে হিস্টেটেরেক্টমি করতে হয়৷ যাতে পোস্ট পার্টাম হেমারেজ বন্ধ করা যায়৷ এর ফলে ২৯ বছর বয়সি কার্স্টি সন্তানধারণের ক্ষমতা হারিয়ে ফেলেন৷ কিন্তু তিনি আবার মা হতে চান৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

সারোগেসি নিয়ে প্রত্যেক দেশেরই নিজস্ব রীতিনীতি আছে৷ অস্ট্রেলিয়ায় সারোগেসি প্রক্রিয়া দীর্ঘ ও জটিল৷ সেই পদ্ধতিতে যেতে নারাজ কার্স্টি৷ কিন্তু তিনি সন্তান প্রসব করতেও চান৷ অনেক ভেবে ইউটেরাস ট্রান্সপ্ল্যান্ট করার কথা ভেবেছেন কার্স্টি এবং তাঁর মা মিশেল৷ মেয়ের মুখে হাসি দেখতে প্রৌঢ়া মিশেল এক কথায় রাজি ইউটেরাস দান করতে৷ তিনি মেয়েকে বলেন, ‘‘যদি এটাই তোমার কাঙ্ক্ষিত হয়, তাহলে আমি অবশ্যই সাহায্য করব৷’’ জানিয়েছেন, ‘‘আমি আমার মেয়েকে আবার মায়ের ভূমিকায় দেখতে চাই৷ এটা অসাধারণ৷ ভবিষ্যৎ আমাদের জন্য কী রেখেছে, তা দেখার জন্য আমি রোমাঞ্চিত৷

advertisement

আরও পড়ুন : ভাইয়ের জন্য ১৩০০ টাকার ঘড়ি অর্ডার করে দিদি অনলাইনে পেলেন ৪ টে ছোট ঘুঁটে

আরও পড়ুন : প্রেমে পড়ে ২০ বছরের পরিচারককে বিয়ে নিঃসঙ্গ ৫০ বছর বয়সি মালকিনের, চর্চা নেটমহলে

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

যদি জরায়ু প্রতিস্থাপন সফল হয় তাহলে কার্স্টি আবার সন্তানধারণ এবং সন্তান ভূমিষ্ঠ করতে পারবেন৷ প্রসঙ্গত জানা গিয়েছে এখনও পর্যন্ত বিশ্বে ৭০ টি ক্ষেত্রে জরায়ু প্রতিস্থাপন হয়েছে৷ তার মধ্যে ৪০ টি ক্ষেত্রে প্রতিস্থাপন সফল৷ মা মিশেলের জরায়ু প্রতিস্থাপিত হবে মেয়ে কার্স্টির দেহে সিডনির রয়্যাল হাসপাতালে৷ এক স্ত্রীরোগ বিশেষজ্ঞ জানিয়েছেন, অন্যান্য প্রতিস্থাপনের তুলনায় জরায়ু প্রতিস্থাপন অনেক ক্ষেত্রেই আলাদা৷ কারণ এই প্রতিস্থাপন সাময়িক৷ সাধারণত পাঁচ বছর পর্যন্ত মেয়াদ এই প্রতিস্থাপনের৷ এই পাঁচ বছর সন্তানধারণের জন্য পর্যাপ্ত৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
মাতৃস্নেহকে কুর্নিশ! মেয়েকে মাতৃত্বের স্বাদ দিতে জরায়ু দান করবেন প্রৌঢ়া মা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল