স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, এদিন সকালে শহরের পশ্চিমপ্রান্তে পর পর দুটি বাসে বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা ৷ ট্রেনিং শেষে ওই দুই বাসে চেপে ফিরছিলেন পুলিশ ক্যাডেটরা ৷ অনুমান, হতাহতদের বেশিরভাগই ট্রেনিংরত পুলিশ কর্মী ৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
গত ২০ জুন কাবুলের পুল-ই-চরখি এলাকায় একটি মিনিবাসে বিস্ফোরণ ঘটে ৷ কাবুলে কানাডিয়ান দূতাবাসের নেপালি নিরাপত্তাররক্ষীদের নিয়ে যাচ্ছিল বাসটি ৷ ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ ৷ মৃত্যু হয় ১৪ জনের ৷
advertisement
মঙ্গলবার রাতে ইস্তানবুলের কামাল আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দরে জঙ্গি হামলায় নিহত ৩৬ জন। আহত শতাধিক মানুষ। বিমানবন্দরে হামলা চালায় ৩ আততায়ী ৷ কালো পোশাকে ছিল আততায়ীরা ৷ বিমানবন্দরে যাত্রীদের লক্ষ্য করে এলেপাথারি গুলি চালাতে থাকে আততায়ীরা ৷ জবাবে নিরাপত্তারক্ষীরা পাল্টা গুলি চালায় ৷ তখনই বিস্ফোরণ হয় ৷
ছবি- ফাইল চিত্র