ইংল্যান্ডের ডার্বিশায়ারে নিলাম সংস্থা হ্যানসনস অকশানরি জানাচ্ছে এই ধরনের বাক্সতে 'ড্রাকুলা বন্দি' করা হাজার হাজার বছর আগের ইউরোপে। সেই কারণেই বাক্সে রয়েছে যিশুর ছবি, ক্রুশ এবং রোজারির মালা। রয়েছে ১৮৪২ সালের একটি বাইবেল এটি পকেট পিস্তল,ছুরি। এছাড়াও রয়েছে বোতল বন্দি হাঙরের দাঁতও।এগুলি ব্যবহার করেই নাকি রক্তচোষা ড্রাকুলাকে বশে আনতেন ক্যাথলিক পাদ্রীরা।
advertisement
আগামী ২১ জুলাই এই 'জাদুবাক্স; নিলাম করার সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থা। করোনা আবহে নিলাম প্রক্রিয়া সম্পন্ন হবে ভার্চুয়াল পদ্ধতিতেই।
সংস্থার কর্ণধার চার্লস হ্যানসন বলছেন, "আদি ক্যাথলিক বিশ্বাসে ড্রাকুলা কবরখানা থেকে উঠে এসে তাজা রক্ত পান করতে। সেই ড্রাকুলাকে জব্দ করতেই এই বাক্স ব্যবহার হত।"
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 19, 2020 5:50 PM IST