TRENDING:

নিলামে উঠল 'ড্রাকুলা' বক্স! সর্বনিম্ন দাম ১ লক্ষ ৮৭ হাজার টাকা, কী আছে এতে!

Last Updated:

আগামী ২১ জুলাই এই 'জাদুবাক্স; নিলাম করার সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থা। করোনা আবহে নিলাম প্রক্রিয়া সম্পন্ন হবে ভার্চুয়াল পদ্ধতিতেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: ছিমছাম একটা মেহগনি কাঠের বাক্স। তাতে রাখা ১৯ শতকের বাইবেল ও ক্রুশ। এই বাক্সটির ন্যূনতম দাম ১ লক্ষ ৮৭ হাজার ৩১৫ টাকা। হ্যাঁ, অঙ্কটা ভিরমি খাওয়ার মতো হলেও ইহা নির্জলা সত্য। কিন্তু কী আছে ওই বাক্সে? কেন এত দুর্মুল্য?
advertisement

ইংল্যান্ডের ডার্বিশায়ারে নিলাম সংস্থা হ্যানসনস অকশানরি জানাচ্ছে এই ধরনের বাক্সতে 'ড্রাকুলা বন্দি' করা হাজার হাজার বছর আগের ইউরোপে। সেই কারণেই বাক্সে রয়েছে যিশুর ছবি, ক্রুশ এবং রোজারির মালা। রয়েছে ১৮৪২ সালের একটি বাইবেল এটি পকেট পিস্তল,ছুরি। এছাড়াও রয়েছে বোতল বন্দি হাঙরের দাঁতও।এগুলি ব্যবহার করেই নাকি রক্তচোষা ড্রাকুলাকে বশে আনতেন ক্যাথলিক পাদ্রীরা‌।

advertisement

আগামী ২১ জুলাই এই 'জাদুবাক্স; নিলাম করার সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থা। করোনা আবহে নিলাম প্রক্রিয়া সম্পন্ন হবে ভার্চুয়াল পদ্ধতিতেই।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সংস্থার কর্ণধার চার্লস হ্যানসন বলছেন, "আদি ক্যাথলিক বিশ্বাসে ড্রাকুলা কবরখানা থেকে উঠে এসে তাজা রক্ত পান করতে। সেই ড্রাকুলাকে জব্দ করতেই এই বাক্স  ব্যবহার হত।"

বাংলা খবর/ খবর/বিদেশ/
নিলামে উঠল 'ড্রাকুলা' বক্স! সর্বনিম্ন দাম ১ লক্ষ ৮৭ হাজার টাকা, কী আছে এতে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল