গ্লোবাল ওয়ার্মিং, গোটা বিশ্বের কাছেই এখন চিন্তার বিষয় ৷ কানাডায় এ বছরই রেকর্ড গরমে প্রাণ হারিয়েছেন বহু মানুষ ৷ আরও বেশ কিছুদিন তাপপ্রবাহ চলবে কানাডার বেশ কিছু অঞ্চলে বলে পূর্বাভাস রয়েছে ৷ দক্ষিণ মেরুর অবস্থাও যে একইরকম, তা হয়তো অনেকেই ভাবেননি ৷ সেখানে এই হারে উষ্ণতা বৃদ্ধি নানা দিক থেকে পরিবেশের উপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
এর আগে অ্যান্টার্কটিকায় সবচেয়ে বেশি তাপমাত্রা উঠেছিল ২০১৫ সালের ২৪ মার্চ ৷ সেবার তাপমাত্রা উঠেছিল ১৭.৫ ডিগ্রি ৷ এতদিন সেটাই ছিল সাম্প্রতিককালে অ্যান্টার্কটিকার সর্বোচ্চ তাপমাত্রা ৷ এ বছর সেই রেকর্ডকেও ছাপিয়ে গেল গরম ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 02, 2021 12:49 PM IST
