TRENDING:

America Crisis: ভাড়া দিয়ে মুরগি পোষার হিড়িক, ট্রাম্পের হম্বিতম্বির মধ্যেই মহাসঙ্কটে আমেরিকা!

Last Updated:

গোটা আমেরিকা এবং কানাডা জুড়ে চাষিদের সঙ্গে মিলে ওই সংস্থা মুরগি ভাড়া দেওয়ার এই ব্যবসা শুরু করেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়াশিংটন: কয়েক দিন আগেই এ রাজ্যে ডিমের দাম এক লাফে অনেকটা বেড়ে গিয়েছিল৷ এবার মার্কিন মুলুকেও অনেকটা একই অবস্থা৷ এক ধাক্কায় আমেরিকায় ডিমের দাম বেড়ে প্রায় দ্বিগুন হয়েছে৷ এক ডজন ডিমের দাম পড়ছে প্রায় ৫ ডলার৷ ভারতীয় মুদ্রায় যা চারশো টাকার উপরে৷ কোনও কোনও ক্ষেত্রে আবার এক ডলার ডিমের দাম পড়ছে প্রায় ৭ থেকে ৮ ডলার৷
আমেরিকায় নতুন সঙ্কট৷
আমেরিকায় নতুন সঙ্কট৷
advertisement

এই সঙ্কট থেকে বেরিয়ে আসতে অভিনব উপায় বের করেছেন মার্কিন নাগরিরদের একাংশ৷ চড়া দামে ডিম না কিনে বাড়িতেই ভাড়ায় মুরগি নিয়ে পুষতে শুরু করেছেন তাঁরা৷ নিউ হ্যাম্পশায়ারের একটি সংস্থার থেকে মুরগি জোড়ায় জোড়ায় মুরগি ভাড়ায় নিচ্ছেন অনেকেই৷

কীভাবে ভাড়া দেওয়া হচ্ছে মুরগি?

ওই সংস্থার দাবি অনুযায়ী, ছ মাসের জন্য এক জোড়া মুরগির ভাড়া পড়বে ৬০০ ডলার মতো৷ এক জোড়া মুরগি পুষলে প্রতি সপ্তাহে এক ডজন ডিম পাওয়াই যাবে৷ যাঁদের বেশি ডিমের চাহিদা বেশি, তাঁরা চাইলে একসঙ্গে দু জোড়া মুরগি নিয়েও পুষতে পারেন৷ মুরগির খাবার থেকে শুরু করে ওষুধ, মুরগি পোষার খুঁটিনাটি পরামর্শ দেওয়া, এই সবকিছুও জোগাবে ওই সংস্থাই৷ থাকবে ইউটিউব টিউটোরিয়ালও৷ আমেরিকায় এখন ডিমের দাম যা চড়া, তাতে এই পদ্ধতিকে সাশ্রয়জনক বলেই মনে করছেন অনেকে৷

advertisement

আরও পড়ুন: পাকিস্তানি সেজে আমেরিকায় ঢুকতে গেলেন গুজরাতের বাসিন্দা! তার পর যা ঘটল, মাথায় হাত

গোটা আমেরিকা এবং কানাডা জুড়ে চাষিদের সঙ্গে মিলে ওই সংস্থা মুরগি ভাড়া দেওয়ার এই ব্যবসা শুরু করেছে৷ ভাড়ার মেয়াদ শেষ হয়ে গেলে মায়া পড়ে গেলে মুরগিগুলিকে পাকাপাকি ভাবে কিনে নিতে পারেন ক্রেতারা৷ নাহলে ওই সংস্থাকেই মুরগি ফেরত দিয়ে পারবেন তাঁরা৷

advertisement

সংস্থার কর্তাদের দাবি, ডিমের দাম বাড়তে শুরু করার পর থেকেই তাঁদের দফতরের ফোন বেজেই চলেছে৷ মুরগি ভাড়া নিতে চাইছেন বহু মানষ৷ যাঁরা ভাড়ায় নিচ্ছেন, তাঁদের অধিকাংশই বাড়িতে মুরগি পুষে টাটকা ডিম হাতে পেয়ে দারুণ খুশি৷ ভাড়ায় নিয়েও অনেকেই পোষা মুরগির মায়া ত্যাগ করতে পারছেন না৷ ফের ওই মুরগি এবং মোরগকেই পুষতে চাইছেন তাঁরা৷

advertisement

আমেরিকায় ডিমের সঙ্কট

গত দু বছরে আমেরিকায় মুরগির দাম অস্বাভাবিক হারে বেড়েছে৷ দু বছর আগের তুলনায় দাম বেড়েছে প্রায় ৫৩ শতাংশ৷ ফলে ডিম খাওয়ার জন্য খরচ বাঁচিয়ে বিকল্প উপায় খুঁজছেন মার্কিন নাগরিকরা৷

পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে অতিরিক্ত ডিম চাইলে চড়া হারে সারচার্জ দাবি করছে আমেরিকার নামী রেস্তোরাঁ চেন৷ এমন কি, বড় বড় বাজারগুলিতেও নির্দিষ্ট সংখ্যার বেশি ডিম একজনকে বিক্রি করা হচ্ছে না, যাতে চাহিদা মেটানো যায়৷ ডিমের দর এতটাই আকাশছোঁয়া যে গতমাসে পেনসিলভেনিয়া্য় একটি ট্রাক থেকে প্রায় ১ লক্ষ ডিম চুরি হয়ে যায়৷

advertisement

মার্কিন মুলুকে ডিমের আকাল কেন?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জানা গিয়েছে, বার্ড ফ্লুর দাপটেই আমেরিকায় ডিমের দাম এতটা বেড়েছে৷ ২০২২ সালে প্রথমবার কানাডা থেকে আমেরিকায় ছড়িয়ে পড়ে বার্ড ফ্লু৷ এর পর ২০২৪ সালে ফের আমেরিকায় বার্ড ফ্লুর আবির্ভাব হয়৷ সংক্রমণ ঠেকাতে প্রায় ১ কোটি ৭০ লক্ষ মুরগিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়৷ যা আমেরিকার বার্ষিক মুরগির চাহিদার প্রায় অর্ধেক৷ এর পরেই ডিমের দাম আরও বাড়তে শুরু করে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
America Crisis: ভাড়া দিয়ে মুরগি পোষার হিড়িক, ট্রাম্পের হম্বিতম্বির মধ্যেই মহাসঙ্কটে আমেরিকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল